নারী-পুরুষ ভেদাভেদ নেই! সবাই পাবেন ৫০০০ টাকা! দেশবাসীর জন্য দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র হোক বা রাজ্য, প্রত্যেক সরকারই জনগণের সুবিধার কথা ভাবে। সেই কারণে সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্পও (Government Scheme) চালু করা হয়েছে। উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর কথা বলা যেতে পারে। তবে আজ রাজ্য সরকার নয়, বরং কেন্দ্রের একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। যার দ্বারা উপকৃত হয়েছেন এদেশের অগুনতি মানুষ।

দেশবাসীর সুবিধার্থে দুর্দান্ত প্রকল্প (Government Scheme) কেন্দ্রের

এই প্রকল্পের উপভোক্তারা কোনও কাজকর্ম ছাড়াই বাড়ি বসে মাস গেলে ৫০০০ টাকা অবধি পেতে পারেন। সবচেয়ে বড় কথা হল, এখানে নারী-পুরুষ ভেদাভেদ নেই। অর্থাৎ পুরুষ, মহিলা উভয়েই কেন্দ্রের এই স্কিমে আবেদন করতে পারেন। এই দুর্দান্ত প্রকল্পের নাম হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)।

২০১৫-১৬ অর্থবর্ষে কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছিল। এরপর থেকে সাফল্যের সঙ্গে এই প্রকল্প চলছে। এই স্কিমে রোজ মাত্র ৭ টাকা তথা এক মাসে ২১০ টাকা বিনিয়োগ করতে হয় উপভোক্তাদের। এরপর ৬০ বছর বয়স হলেই মাস গেলে ৫০০০ টাকা করে পেনশন পেতে পারেন তাঁরা।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট ‘সুখবর’, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের!

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদনের একটি নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। ১৮ থেকে ৪০ বছর বয়সি ব্যক্তিরাই অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করাতে পারেন। জানা যাচ্ছে, কোনও ব্যক্তি যদি ১৮ বছর বয়স থেকে প্রত্যেক মাসে ২১০ টাকা করে জমাতে শুরু করেন, তাহলে ৬০ বছর বয়সের পর থেকে মাসিক ৫০০০ টাকা করে পাবেন।

Central Government scheme

এক কথায়, কর্মরত অবস্থায় কেন্দ্রের এই প্রকল্পে (Government Scheme) নাম নথিভুক্ত করালে অবসর পরবর্তী জীবনে আয় নিয়ে চিন্তা খানিকটা কমতে পারে উপভোক্তাদের। শুধু তাই নয়, এই স্কিমের আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। যেমন, এই স্কিমে বিনিয়োগ করলে ইনকাম ট্যাক্স অ্যাক্টের ৮০সি নিয়মের অধীন দেড় লক্ষ টাকা অবধি আয়কর বাঁচানো যেতে পারে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর