বাংলাহান্ট ডেস্ক : বাংলার মহিলাদের জন্য তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করে ২০২১ সালে। এই প্রকল্পটি (Government Scheme) ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার মহিলাদের কাছে। অনেকেই বলেন রাজ্যে তৃণমূল সরকারের বিপুল ভোট সমর্থনের পিছনে অন্যতম অনুঘটক হয়ে কাজ করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।
কেন্দ্রীয় সরকারের দুর্দান্ত প্রকল্প (Government Scheme)
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা ও অনগ্রসর শ্রেণির মহিলারা প্রতি মাসে ১২০০টাকা ভাতা পেয়ে থাকেন সরকারের তরফে। প্রতি মাসে ৫ থেকে ১০ তারিখের মধ্যে সুবিধাভোগীদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি ঢুকে যায় প্রকল্পের টাকা।
তবে এবার মোদি সরকারের একটি প্রকল্প (Government Scheme) প্রতিযোগিতায় ফেলে দিতে পারে লক্ষ্মীর ভান্ডারকে। প্রতি মাসে এই প্রকল্পের অধীনে মহিলারা পেয়ে যাবেন কড়কড়ে ৭ হাজার টাকা। দেশের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে মোদি সরকারের (Central Government) এই প্রকল্প।
আরোও পড়ুন : বদলাচ্ছে নিয়ম? নির্দিষ্ট কন্ট্রোল রুম থেকে হেল্প লাইন! আবাস প্রকল্পে আরও কড়া নবান্ন
এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে টাকা। বিমা সখী যোজনায় (Bima Sakhi Yojana) ইতিমধ্যেই নাম লিখিয়েছেন ৫০ হাজারেরও বেশি মহিলা। মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে উন্নত বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে চালু হয়েছে বিমা সখী যোজনা। ৫২,৫১১ জন মহিলা একমাসের মধ্যেই আবেদন করেছেন বিমা সখী যোজনায়।
সরকারের তরফে ইতিমধ্যেই ২৭,৬৯৫ জন মহিলা অর্থও পেতে শুরু করেছেন এই প্রকল্পের (Government Scheme) আওতায়। ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে। আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। সহায়ক ভাতা হিসাবে সুবিধাভোগীদের প্রতি মাসে দেওয়া হবে টাকা। এছাড়াও মহিলারা পলিসি পিছু পাবেন কমিশন ও অন্যান্য সুবিধা।
আরোও পড়ুন : সফর করলেও জানেন না ৯৯ শতাংশ যাত্রী! এই রুটেই চলে দেশের সবথেকে দ্রুত গতির রাজধানী এক্সপ্রেস
LIC লক্ষ্যমাত্রা নিয়েছে আগামী ৩ বছরের মধ্যে ২ লক্ষ মহিলাকে বিমা সখী যোজনায় অন্তর্ভুক্ত করার। বুধবার একটি বিবৃতিতে এলআইসি জানিয়েছে, পলিসি বিক্রির জন্য ইতিমধ্যেই নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে। যাদের মধ্যে ১৪,৫৮৩ জন পলিসি বিক্রি শুরুও করে দিয়েছেন। বিমা সখী যোজনায় মহিলারা প্রতিমাসে প্রথম বছরে ৭,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে ৫,০০০ টাকা করে পাবেন।