এবার রেশন কার্ডেই থাকলেই হবে কেল্লাফতে! হাতে আসবে মোটা টাকা, কীভাবে পাবেন এই সুবিধা?

বাংলাহান্ট ডেস্ক : তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বড় উদ্যোগ নিল সাধারণ মানুষের জন্য। কেন্দ্রীয় সরকারের (Central Government) এই প্রকল্পের (Scheme) মাধ্যমে ১২ হাজার টাকার সুবিধা পাবেন লক্ষ লক্ষ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দরিদ্র মানুষদের শৌচালয় তৈরি করতে দিতে এই টাকা দেবে।

আমাদের দেশে এমন বহু পরিবার রয়েছে যাদের নিজস্ব শৌচালয় (Toilet) নেই। শৌচ কর্ম করার জন্য তাদের যেতে হয় মাঠে অথবা জঙ্গলে। এক্ষেত্রে সরকারের এই উদ্যোগে বিপুল পরিমাণ সাধারণ দরিদ্র মানুষ উপকৃত হবেন। যে সকল পরিবারের আর্থিক অবস্থা দুর্বল তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। সেই আবেদন মঞ্জুর হলে কেন্দ্রীয় সরকারের তরফে শৌচালয় তৈরির জন্য দেওয়া হবে ১২০০০ টাকা।

আরোও পড়ুন : এবার কলকাতা থেকে রাতেই উড়বে বিমান! পুজোর ছুটিতে সোজা পৌঁছে যান আন্দামান

যেসব তফশিলি জাতি ও উপজাতি পরিবারের শৌচালয় নেই তারা আবেদন জানাতে পারবেন। যে পরিবারে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন এবং তাদের শৌচালয় নেই তারাও আবেদনের যোগ্য। কোনও বিপিএল তালিকাভুক্ত পরিবারের যদি শৌচালয় না থাকে তাহলে তারাও এখানে আবেদন জানাতে পারবেন। মহিলা সদস্য রয়েছে অথচ শৌচালয় নেই, এমন পরিবারের তরফেও আবেদন জানানো যাবে।

আরোও পড়ুন : মিথ্যে ধরা পড়তেই বড় জরিমানা হাইকোর্টের, কী হবে সেই টাকায়? জানালেন বিচারপতি সিনহা

আবেদন জানানোর জন্য যে যে নথি প্রয়োজন সেগুলি হল – আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক পাসবুক, মোবাইল নম্বর, বিপিএল বা এপিএল রেশন কার্ড। এই প্রকল্পে আবেদন জানানোর জন্য ভিজিট করতে হবে স্বচ্ছ ভারত মিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://swachhbharatmission.ddws.gov.in/ এ। সেখানে গিয়ে ক্লিক করতে হবে Form for IHHL অপশনে।

FB IMG 1719843907096

তারপর রেজিস্ট্রেশন করতে হবে Citizen’s Registration অপশনে ক্লিক করে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে Login করে ‘New Application’ অপশনে ক্লিক করতে হবে। এরপর সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন পূরণ করে আপলোড করতে হবে নথি। তারপর ব্লক বা ডিস্ট্রিক্ট অথরিটির তরফে ফিজিক্যাল ভেরিফিকেশন হলে সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া। আবেদন মঞ্জুর হলে ব্যাংক অ্যাকাউন্টে ১২০০০ টাকা চলে আসবে শৌচালয় তৈরির জন্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর