উপকৃত হবে কয়েক হাজার পরিবার! মহিলাদের জন্য দুর্দান্ত প্রকল্প আনল সরকার! কী সুবিধা মিলবে?

বাংলা হান্ট ডেস্কঃ দেশের মহিলাদের ক্ষমতায়নে একাধিক প্রকল্প (Government Scheme) চালু করেছে সরকার। কেন্দ্র ও রাজ্য, উভয়ের তরফ থেকেই নেওয়া হয়েছে বহু উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), কন্যাশ্রী শুরু করেছে। তেমনই কেন্দ্রও (Central Government) নিয়ে এসেছে বেশ কিছু স্কিম। এমনই একটি প্রকল্পের বিষয়ে আজ আলোচনা করা হবে।

মহিলাদের জন্য দুর্দান্ত প্রকল্প (Government Scheme) কেন্দ্রের!

মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে ২০২৩ সালে একটি স্কিম এনেছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পের নাম নমো ড্রোন দিদি যোজনা। এর মাধ্যমে মহিলাদের ড্রোন প্রযুক্তিতে প্রশিক্ষণ দেয় সরকার এবং কৃষি ক্ষেত্রে তাঁদের সেই প্রযুক্তি ব্যবহার করতে উৎসাহ প্রদান করে। এখন প্রশ্ন হল, কোন মহিলারা কেন্দ্রের এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন?

জানা যাচ্ছে, নমো ড্রোন দিদি যোজনার আওতায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত ১৫,০০০ মহিলাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেয় সরকার। তাঁরা যাতে কৃষি ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে ফসল পর্যবেক্ষণ করতে পারেন, সার এবং কীটনাশক স্প্রে করতে পারেন সেই কারণে এই প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে গোটা দেশে এই প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে।

আরও পড়ুনঃ ছাব্বিশের ভোটের আগেই বিরাট দাবি! ‘আর ক্ষমতায় ফিরবেন না মমতা’! বোমা ফাটালেন সাংসদ

নমো ড্রোন দিদি যোজনার (Namo Drone Didi Yojana) অধীন নির্বাচিত মহিলাদের ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি আবেদনকারী মহিলার বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

Namo Drone Didi Yojana Government scheme

রিপোর্ট বলছে, এই প্রকল্পের (Government Scheme) জন্য ১২৬১ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তবে এখনও অবধি এই প্রকল্পে আবেদন করার জন্য একটি পৃথক পোর্টাল বা ওয়েবসাইট চালু করা হয়নি। ফলে নমো ড্রোন দিদি যোজনায় আবেদন করতে ইচ্ছুক মহিলাদের প্রথমে একটি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হতে হবে। এরপর সেখান থেকে অফলাইনে এই প্রকল্পে আবেদন করতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর