বাংলা হান্ট ডেস্কঃ আট থেকে আশি, এদেশের প্রায় প্রত্যেক নাগরিকের কথা ভেবেই কোনও না কোনও প্রকল্প চালু করেছে সরকার। যুব সম্প্রদায়ের সুবিধার্থেও কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এমনই একটি প্রকল্পে (Government Scheme) যেমন বিনামূল্যে চাকরির প্রশিক্ষণের পাশাপাশি মাসে মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়। আজ এই প্রকল্প নিয়েই বিশদে আলোচনা করব।
যুব সম্প্রদায়ের জন্য দুর্দান্ত প্রকল্প (Government Scheme)!
কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ পেশ করার সময়ই পিএম ইন্টার্নশিপ স্কিমের (PM Internship Scheme) কথা ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্প অনুসারে, ৫ বছরের মধ্যে এদেশের ১ কোটি যুবক-যুবতীকে সুবিধা প্রদান করা হবে। তাঁদের ৫০০টি নামি সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। সেই সময়কালে তাঁরা মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের ভাতা পাবেন।
পিএম ইন্টার্নশিপ স্কিম অনুসারে, নির্বাচিত যুবক-যুবতীরা প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। এর মধ্যে ৪৫০০ টাকা দেবে সরকার এবং ৫০০ টাকা দেবে সংশ্লিষ্ট সংস্থা। তবে কেন্দ্রের এই স্কিমে (Government Scheme) আবেদন করতে গেলে বেশ কিছু যোগ্যতা থাকতে হয়।
আরও পড়ুনঃ দ্রোহ কার্নিভাল পণ্ড করতেই ১৬৩ ধারা? সোজা হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা
আবেদনকারীর বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। ফুলটাইম চাকরি করলে হবে না। ইচ্ছুক প্রার্থীর পরিবারে কেউ সরকারি চাকরি করলে আবেদন করা যাবে না। একইসঙ্গে আইআইটি, আইআইএমের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অধ্যয়নরত হলেও এই প্রকল্পে আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।
কেন্দ্রের (Central Government) এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সেখানে নিজের আগ্রহ এবং দক্ষতা সম্বন্ধে তথ্য প্রদান করতে হবে। এরপর আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি কোন সংস্থায় ইন্টার্নশিপ করতে পারবেন তা নির্ধারণ করা হবে।
পিএম ইন্টার্নশিপ স্কিমে (Government Scheme) আবেদন করতে গেলে আবেদনকারীর বেশ কিছু নথিও থাকতে হবে। আধার কার্ড, বাসস্থানের প্রমাণ, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, চালু মোবাইল নম্বর, ইমেল আইডি সহ বেশ কিছু নথি দরকার হয়। গত ১২ অক্টোবর থেকে এই প্রকল্পে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে আগামী ২৫ অক্টোবর অবধি। রিপোর্ট অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে এই বিষয়ে জানানো হবে। আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে সংস্থাগুলি অফার জারি করবে।