বাংলা হান্ট ডেস্কঃ দেশের কৃষকদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। কেন্দ্র (Central Government) থেকে শুরু করে রাজ্য, উভয়েই চালু করেছে নানান প্রকল্প। এর মধ্যে বহু স্কিমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এমনই একটি প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana)। রবিবার এই স্কিমের (Government Scheme) ১৯তম কিস্তির টাকা পাঠাবে কেন্দ্র।
পিএম কিষাণের (PM Kisan Yojana) টাকা ঢুকল কিনা এভাবে চেক করুন!
২৩ ফেব্রুয়ারি তথা আজ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা পাঠানো হবে। গোটা ভারতের ৯.৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা পাঠাবে সরকার। গত বছর অক্টোবর মাসে এই যোজনার ১৮তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল। আজ বিহারের ভাগলপুর থেকে পরবর্তী কিস্তির টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ দেশের কয়েক কোটি কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণের (PM Kisan Yojana) টাকা ঢুকবে। রিপোর্ট বলছে, মোট ২২ হাজার কোটি টাকা দেওয়া হবে। গত অক্টোবর মাসে এই প্রকল্পের ১৮তম কিস্তির টাকা যখন পাঠানো হয়েছিল, সেই সময় উপভোক্তার সংখ্যা ছিল ৯.৬ কোটি। এখন সেই সংখ্যা আরও বেড়েছে। আজ গোটা দেশের ৯.৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা সরাসরি পাঠানো হবে।
আরও পড়ুনঃ DA নিয়ে টানাপড়েন অতীত! ‘এই’ সরকারি কর্মীদের বড় সুখবর দিল রাজ্য! জারি নয়া বিজ্ঞপ্তি
অ্যাকাউন্টে টাকা এল কিনা উপভোক্তারা সেটা বাড়ি বসেই চেক করে নিতে পারবেন। এর জন্য প্রথমে তাঁকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi) অফিশিয়াল ওয়েবসাইট তথা pmkisan.gov.in -এ যেতে হবে। এরপর ‘চেক স্টেটাস’ বিকল্পে ক্লিক করতে হবে। তাহলে স্ক্রিনে একটি নতুন উইন্ডো খুলবে।
এরপর পিএম কিষাণ যোজনায় রেজিস্টার করা মোবাইল ফোন নম্বর দিয়ে ‘গেট ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে। তাহলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি দিলেই দেখা যাবে অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা।
উল্লেখ্য, পিএম কিষাণ যোজনায় (PM Kisan Yojana) উপভোক্তা কৃষকরা প্রত্যেক বছর ৬০০০ টাকা করে পান। তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে দেয় সরকার। রিপোর্ট অনুযায়ী, এখনও অবধি এই প্রকল্পের অধীন মোট ৩.৪৬ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রের এই স্কিমের মাধ্যমে উপকৃত হয়েছেন এদেশের অগুনতি কৃষক।