মাসে মাসে নয়, এই প্রকল্পে রোজ ৫০০ টাকা দেবে সরকার! কারা সুবিধা পাবেন?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, দেশবাসীর সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে সরকার। এই সরকারি স্কিমগুলির (Government Scheme) মাধ্যমে উপকৃত হয়েছেন অগুনতি মানুষ। আজ এমনই একটি কেন্দ্রীয় সরকারি (Central Government) প্রকল্পের বিষয়ে আলোচনা করা হবে। সেই স্কিমের (Central Government Scheme) অধীন রোজ ৫০০ টাকা দেওয়া হয়, সেই সঙ্গেই স্বল্প সুদে ঋণ পাওয়ার সুবিধাও মেলে।

কেন্দ্রের এই প্রকল্পের (Government Scheme) সুবিধা কারা পাবেন?

এদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশবাসীর জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন নরেন্দ্র মোদী, চালু করেছেন নানান প্রকল্প। এমনই একটি স্কিম হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। ২০২৩ সালে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই যোজনার সম্পূর্ণ নাম হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা।

জানা যাচ্ছে, এই প্রকল্পের অধীন মোট ১৮টি ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা সুবিধা পেয়ে থাকেন। এই সরকারি যোজনার (PM Vishwakarma Yojana) মাধ্যমে একদিকে যেমন তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সঙ্গেই তাঁদের ব্যবসা বাড়াতে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন রোজকার হাতখরচের জন্য বৃত্তিও দেওয়া হয়।

আরও পড়ুনঃ WAQF ইস্যুতে সংখ্যালঘুদের কী করতে হবে? বৈঠক থেকে সব বলে দিলেন মমতা

স্বর্ণশিল্পী, অস্ত্র নির্মাতা, খেলনা ও পুতুল নির্মাতা, কেশসজ্জাশিল্পী, কামার, মুচি, মালাকার, নৌকো নির্মাণকারী, কুমোর, মাছ ধরার জাল প্রস্তুতকারী, রাজমিস্ত্রি, সেলাইকারক, তালা নির্মাতা প্রমুখ পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা কেন্দ্রের এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারেন। এই স্কিমের অধীন প্রশিক্ষণ দেওয়ার সময় ওই ব্যক্তিকে রোজ ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।

Central Government scheme

এরপর প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর টুলকিট কেনার জন্য ১৫,০০০ টাকা করে দেওয়া হয়। সেই সঙ্গেই কোনও প্রকার গ্যারান্টি অথবা কো-ল্যাটারাল ছাড়া স্বল্প সুদে ৩ লক্ষ টাকা অবধি ঋণও দেওয়া হয়। এখন প্রশ্ন হল, এই প্রকল্পের জন্য কীভাবে আবেদন করতে হবে?

জানা যাচ্ছে, কেন্দ্রের এই প্রকল্পের (Government Scheme) জন্য অনলাইনে আবেদন করতে হয়। এর জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে যথাযথ তথ্য দিয়ে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক ব্যক্তি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X