বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে চাকরির বাজার বেশ খারাপ! সরকারি চাকরি এখন হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে গিয়েছে। বেসরকারি ক্ষেত্রেও কাজ জোটানো বেশ কঠিন। বহু যুবক-যুবতী ডিগ্রি নিয়ে বেকার বসে আছেন। এমতাবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। কর্মসংস্থানের বন্দোবস্ত করে দিতে চালু করা হল নতুন একটি স্কিম (Government Scheme)।
বেকার যুবক-যুবতীদের জন্য নয়া প্রকল্প কেন্দ্রের (Government Scheme)!
চলতি বছর বাজেট ঘোষণার সময়ই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (Pradhan Mantri Internship Scheme) নিয়ে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রকল্পের দ্বারা আগামী ৫ বছরে দেশের ১ কোটি ছেলেমেয়েকে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হবে বলে জানানো হয়। এর ফলে একদিকে যেমন তাঁদের অভিজ্ঞতা বাড়বে, তেমনই প্র্যাকটিকালি কাজের সুযোগও মিলবে। সেই সঙ্গেই প্রত্যেক মাসে মিলবে স্টাইপেন্ড।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপে স্কিমে ট্রেনিংয়ের সময় প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গেই এককালীনও একটি নির্দিষ্ট অর্থ দেওয়া হবে বলে খবর। দেশের ১ কোটি ছেলেমেয়ের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য প্রায় ৫০০টি সংস্থার সঙ্গে কথা বলা হবে। কেন্দ্রের (Central Government) এই প্রকল্পে এক বছরের জন্য ছেলেমেয়েরা ট্রেনিংয়ের সুযোগ পাবেন বলে খবর।
আরও পড়ুনঃ তুখোড় অভিনয়, দুর্দান্ত গানের গলা! ছোট্ট মিহির গলায় ‘একলা ঘর’ শুনে মুগ্ধ নেটপাড়া
কেন্দ্রের দুর্দান্ত এই প্রকল্পে শুধুমাত্র ২১ থেকে ২৪ বছর বয়সি বেকার ভারতীয় যুবক-যুবতীরাই আবেদন করতে পারবেন। পড়াশোনা শেষের পরেই এই স্কিমে অ্যাপ্লাই করা যাবে। এছাড়া যে সকল ছেলেমেয়ের বাবা-মা সরকারি চাকরিজীবী তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। IIT, IIM ডিগ্রিধারীরাও প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে পারবেন না।
বাজেটের সময় এই প্রকল্পের কথা ঘোষণা করা হলেও এখনও অবধি নির্দিষ্ট করে কোনও অফিশিয়াল ওয়েবসাইটের কথা ঘোষণা করা হয়নি। তাই যারা কেন্দ্রীয় সরকারের এই স্কিমে (Government Scheme) আবেদন করতে ইচ্ছুক তাঁদের আর একটু সময় অপেক্ষা করতে হবে। সরকারের তরফ থেকে এই বিষয়ে কবে নয়া আপডেট দেওয়া হয় সেটাই দেখার।