১০০০-১২০০ অতীত! এবার মিলবে ৩০০০ টাকা! দেশবাসীর জন্য দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ জনগণের সুবিধার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্পের (Government Scheme) মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়। একুশের বিধানসভা নির্বাচনের পর যেমন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয়।

লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার দুর্দান্ত প্রকল্প (Government Scheme) কেন্দ্রের!

রাজ্য সরকারের এই স্কিমে সাধারণ শ্রেণির মহিলারা মাসে মাসে ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। তবে আজ যে প্রকল্প নিয়ে আলোচনা করা হবে, সেটা রাজ্য সরকার নয়, বরং কেন্দ্রের। এদেশের বহু নাগরিক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম হল কিষাণ মনধন যোজনা (Kisan Maandhan Yojana)। লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি এই স্কিমের মাধ্যমেও আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই প্রকল্পের সুবিধা পেতে হলে দেশের কৃষকদের নাম নথিভুক্ত করার পাশাপাশি বিনিয়োগ করতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে অবশ্য কোনও রকম বিনিয়োগ ছাড়াই মাসে মাসে টাকা পাওয়া যায়।

আরও পড়ুনঃ ‘অপরাধীর ফাঁসি দাবি করব’! জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত, জানালেন মুখ্যমন্ত্রী

২০১৯ সালে কেন্দ্রের (Central Government) তরফ থেকে কিষাণ মনধন যোজনা চালু করা হয়েছিল। আবেদনকারী ব্যক্তির ৬০ বছর হয়ে গেলে প্রত্যেক মাসে পেনশন হিসেবে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পাওয়া যায়। তবে এই স্কিমে ১৮ থেকে ৪০ বছর বয়সি কৃষকরাই শুধুমাত্র নাম নথিভুক্ত করাতে পারবেন।

Central Government scheme

যদি ২৯ বছর বয়সি কোনও কৃষক এই প্রকল্পে (Government Scheme) নাম লেখাতে চান, তাহলে তাঁকে প্রত্যেক মাসে ১০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। ৬০ বছর বয়সের পর থেকে মাসিক পেনশনের পাশাপাশি এই স্কিমে আরও নানান সুবিধা রয়েছে। বিনিয়োগকারীর মৃত্যু হলে তাঁর স্ত্রীকে ৫০% পেনশন দেওয়া হয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর