বাংলা হান্ট ডেস্কঃ বিদ্যুৎ ছাড়া বর্তমানে মানুষের জীবন কার্যত অচল। লাইট, ফ্যান থেকে শুরু করে এসি, ফ্রিজ, সবকিছুর জন্যই দরকার ইলেকট্রিসিটি। এদিকে বিদ্যুতের খরচ যত বেশি হবে, ততই চড়চড় করে বাড়তে থাকে বিল। এই আবহে এবার বিদ্যুতের বিল সম্বন্ধিত খরচ কমাতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গেই জোর দেওয়া হচ্ছে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও তা ব্যবহারের দিকে। এই লক্ষ্য সামনে রেখে চালু করা হয়েছে একটি প্রকল্প (Government Scheme)। কেন্দ্রের সেই স্কিম নিয়ে আজ এই প্রতিবেদনে বিশদে আলোচনা করা হল।
বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ! দুর্দান্ত প্রকল্প (Government Scheme) সরকারের
কেন্দ্রের এই স্কিমের নাম প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা (Pradhan Mantri Surya Ghar Muft Bijli Yojana)। রুফটপ সোলার ইনস্টলেশন বৃদ্ধি করা এই প্রকল্পের লক্ষ্য। প্রত্যেক মাসে ৩০০ ইউনিটের অধিক বিদ্যুৎ ব্যবহার করা হয়, এমন বাড়িতে এই কাজ করা হবে। একইসঙ্গে এই স্কিম ৩ কিলোওয়াটের থেকে বড় সিস্টেমগুলির জন্য প্রযোজ্য।
জানা যাচ্ছে, এদেশের আর্থিকভাবে দুর্বল এবং মধ্যবিত্ত পরিবারের মানুষদের কথা ভেবে সরকারের তরফ থেকে এই প্রকল্প (Government Scheme) চালু করা হয়েছে। এই স্কিমে আবেদনকারীকে অবশ্যই ভাবতীয় নাগরিক হতে হবে। সেই সঙ্গেই পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ থেকে ১.৫ লক্ষের মধ্যে হতে হবে। এছাড়া পরিবারের কোনও সদস্য যদি সরকারি চাকরি করেন কিংবা আয়কর প্রদানকারী হন, তাহলে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার সুবিধা পাবেন না।
আরও পড়ুনঃ ‘সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তো…’! আরজি কর মামলার শুনানি পিছনো নিয়ে মুখ খুললেন সুকান্ত
কেন্দ্রীয় সরকারের (Central Government) এই প্রকল্পে অনলাইনে আবেদন করতে হয়। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক ব্যক্তিকে আবেদন করতে হবে। সেখানে যথাযথ তথ্য দেওয়ার পাশাপাশি যেখানে সোলার প্যানেল বসানো হবে, সেটার ছবি দিয়ে জমা করতে হবে। এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীর আধার কার্ড, রেশন কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, আয়ের প্রমাণপত্র, বিদ্যুতের বিল, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্বন্ধিত নথি জমা করতে হবে।
রিপোর্ট বলছে, এই স্কিমের (Government Scheme) মাধ্যমে গোটা ভারতবর্ষের ১ কোটি বাড়িতে সোলার প্যানেল বসাতে চাইছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে যারা এই প্রকল্পের গ্রাহক, তাঁদের ওপর যাতে আর্থিক চাপ না পড়ে সেদিকেও নজর রাখা হয়েছে। তাই তাঁদের খুব সহজ শর্ত ও তুলনামূলক কম সুদে ব্যাঙ্ক লোন দেওয়া হয়। একইসঙ্গে ভর্তুকি হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ টাকা প্রদান করা হয়। জানা যাচ্ছে, যারা ঘরে সোলার প্যানেল বসাবেন, তাঁরা ভর্তুকি হিসেবে ৭৮,০০০ টাকা অবধি পেতে পারেন।