১০০০ অতীত! এবার ১২,০০০ টাকা দেবে কেন্দ্র! কারা পাবেন এই টাকা? জানুন আবেদন পদ্ধতি

   

বাংলা হান্ট ডেস্কঃ দেশবাসীর সুবিধার্থে মাঝেমধ্যেই নানান উদ্যোগ গ্রহণ করে কেন্দ্র এবং রাজ্য সরকার। জনগণের পাশে দাঁড়াতে প্রায়ই চালু করা হয় নানান সরকারি প্রকল্প (Government Scheme)। কেন্দ্র এবং রাজ্য সরকারের এমন উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন এদেশের কোটি কোটি মানুষ। কেন্দ্রের এমনই একটি প্রকল্পে পাওয়া যায় কড়কড়ে ১২,০০০ টাকা। তবে আজও বহু মানুষ এই সম্বন্ধে জানেন না।

এদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকে সুলভ শৌচালয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে মোদী সরকার। আজ কেন্দ্রের শৌচালয় যোজনা (Sauchalay Yojana) নিয়েই আলোচনা করা হবে। স্বচ্ছ ভারতের মিশনের (Swachh Bharat Mission) অধীন এই যোজনায় এদেশের যে সকল নাগরিকদের বাড়িতে শৌচালয় নেই, তাঁদের বাড়িতে শৌচালয় তৈরির জন্য কেন্দ্রের তরফ থেকে ১২,০০০ টাকা অনুদান দেওয়া হয়।

গ্রামে গঞ্জে গেলে এখনও দেখা যায়, বহু মানুষের বাড়িতে শৌচালয় নেই। শৌচালয়ের পরিবর্তে অনেকেরই মাঠ-ঘাট ভরসা। এমনই পরিবারের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। তবে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিক এবং দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলি পাবে। সেই সঙ্গেই তাঁদের বাড়িতে শৌচালয় থাকলে হবে না এবং এই প্রকল্পের জন্য আবেদনকারীর কাছে এই সম্বন্ধিত নথি থাকতে হবে।

আরও পড়ুনঃ চোপড়ায় যুগলকে ফেলে মার! কে এই তৃণমূল নেতা জেসিবি? আসল পরিচয় জানলে ঢোক গিলবেন

কেন্দ্রীয় সরকারের এই স্কিমে আবেদন করতে গেলে আবেদনকারীর বেশ কিছু নথিও লাগে। সেই নথিগুলি হল, আধার কার্ড, রেশন কার্ড, পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি। বাড়ি বসে অনলাইনের মাধ্যমে অতি সহজেই এই প্রকল্পে আবেদন করা যায়।

এই স্কিমে আবেদন করতে হলে আপনাকে প্রথমে স্বচ্ছ ভারত মিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘হোম পেজ’ খুললে ‘সিটিজেন কর্নার’ অপশনে ক্লিক করে ‘অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL’ লেখায় ক্লিক করতে হবে। এবার আপনার সামনে একটি লগ ইন পেজ খুলবে। সেখানে আপনাকে ‘সিটিজেন রেজিস্ট্রেশন’ লেখায় ক্লিক করতে হবে।

Narendra Modi

এবার যথাযথ তথ্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে একটি আইডি-পাসওয়ার্ড পেয়ে যাবেন। এবার আপনাকে সাইন ইন করে মেনুতে নতুন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এরপর IHHL অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এরপর যাবতীয় নথি আপলোড করে আপনাকে সাবমিট করে দিতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর