মিড ডে মিলের টাকায় মেটানো হয়েছে ভোটের খরচ! রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্র শিক্ষা দফতরের

বাংলা হান্ট ডেস্ক : ফের বিপাকে রাজ্য সরকার (Government of West Bengal)। কয়েক দিন আগেই সংবাদমাধ্যমে প্রকাশ পায় মিড ডে মিলের (Mid Day Meal) টাকা থেকে ভোটের খরচ মেটাচ্ছে মমতার সরকার (Mamata Government)। আর তার পরই গত শুক্রবার কেন্দ্রের শিক্ষা মন্ত্রক (Education Depart Ment of Government of India) পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার রিপোর্ট কেন্দ্রে পাঠাতে হবে।

কী হয়েছিল ঘটনা? দিন কয়েক আগেই মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে বিপাকে পরে রাজ্য সরকার (State Government)। এই প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার করার অভিযোগ ওঠে তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। ভোট কর্মীদের ভাতা দিতে মিড ডে মিলের টাকা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলে সংগ্রামী যৌথ মঞ্চ। অবশ্য এই প্রসঙ্গে পাল্টা জবাব দেয় বাংলার শাসক দলও।

অভিযোগে বলা হয়, মিড ডে মিল প্রকল্পে স্কুলে একবেলা খেতে পায় ছোট ছোট ছেলেমেয়েরা। সেই তহবিল থেকেই এবার ভোট কর্মীদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার! এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনে সংগ্রামী যৌথ মঞ্চ। এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানানোর হুমকিও দেন তাঁরা।

mid day meal 2

কী বলছে কেন্দ্র? কেন্দ্রের শিক্ষা দফতরের নির্দেশ মিড ডে মিল প্রোগ্রামের টাকা, পশ্চিম বর্ধমান এর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপর একটি অ্যাকাউন্ট পাঠানো হয়েছে। শুধু তাই নয়, এক ট্রানজেকশনের একটি অনুলিপিও পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই টাকা পাঠানোর জন্য একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্টকে ব্যবহার করেছে সরকার। পুরো বিষয়ের একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছে কেন্দ্র।

পশ্চিমবঙ্গ থেকে প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনা প্রকল্পে এর আগেও একাধিল অভিযোগ পৌঁছেছে কেন্দ্রের কাছে। কয়েক মাস আগেই একটি যৌথ কমিটি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে ১৬ কোটি মিড ডে মিলের ভুল হিসাব দিয়েছে রাজ্য। সেই নিয়েও যথেষ্ট জল ঘোলা হয়। এখন দেখার বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র কী পদক্ষেপ করে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর