নাতীর জন্য বিশেষ উপহার দাদু ঠাকুমার, খুদের হাসি দেখলে আপনার মন ভালো হবেই

বাংলা হান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়াকে (Social Media) রঙ্গমঞ্চের সঙ্গে তুলনা করলে অত্যুক্তি হবেনা। এককথায় সোশ্যাল মিডিয়া মানেই চমক। প্রতিদিন হাজার হাজার পোস্ট ভিডিওর মাঝে এমন কিছু ভিডিও থাকে যা সকলেরই নজর কাড়ে। আর ঝড়ের বেগে ভাইরালও হয় সেইসব ভিডিও (Viral Video)। তেমনই এক মিষ্টি ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।

ছোটবেলায় উপহার হিসেবে কখনও সাইকেল পেয়েছিলেন? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটি দেখার পর আপনি শৈশবের সুন্দর স্মৃতিতে ফিরে যাবেন। আরো একবার নস্টালজিক হয়ে উঠবে আপনার পরিণত মন। সাম্প্রতিক ভাইরাল এ ভিডিওটি মূলত এক দাদু ঠাকুমা এবং তাদের ছোট্ট খুদে নাতির।

ভাইরাল এই ক্লিপে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ দম্পতি তাদের নাতিকে সারপ্রাইজ হিসেবে একটি সাইকেল দেন। দাদু বাচ্চাটিকে কোলে নিয়ে সাইকেলের কাছে আসেন। এতক্ষণ চোখ বাঁধা ছিল শিশুটির। এরপর তার চোখ থেকে রুমাল সরিয়ে দিতেই বাঁধ ভাঙা খুশিতে আত্মহারা হয়ে ওঠে খুদেটি। আনন্দে জড়িয়ে ধরে দাদুকে।

অপত্যের এই আনন্দ দাদু ঠাকুমার সুখ আরো দ্বিগুন করে তোলে। শুধু দাদু ঠাকুমাই নয়, এই মিষ্টি ভিডিওটি দেখে চোখ ভিজেছে অনেক নেট জনতারও। অনেকেই আবেগে আপ্লুত হয়ে উঠেছেন। কেউ কেউ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শৈশবের স্মৃতি ভেসে উঠলো।’ তো কেউ আবার ভাইবোনদের ট্যাগ করে মনে করিয়ে দিচ্ছেন তাদের ছোটবেলার কথা।

প্রসঙ্গত উল্লেখ্য, ভিডিওটি ৩ জুলাই ইনস্টাগ্রাম পেজ ‘জিন্দেগি গুলজার হ্যায়’ থেকে পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা- ছোটবেলায় সাইকেল পেয়ে অন্যরকম আনন্দ ছিল। ইতিমধ্যেই ক্লিপটি ৮ লাখ ২৬ হাজারের বেশি ভিউ এবং ৮৭ হাজারের বেশি লাইক পেয়েছে। কমেন্ট বক্সেও উপচে পড়েছে ইউজারদের ভিড়। একজন লিখেছেন, ‘এই সুখটা কোথাও হারিয়ে গেছে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর