লোকসভার আগেই বড় সিদ্ধান্ত! রাজ্যকে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের, কোন খাতে এল অর্থ?

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সর্বদাই সরব রাজ্য সরকার (State Government)। ১০০ দিনের কাজ, আবাস যোজনা থেকে শুরু করে একাধিক প্রকল্পে বাংলার বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র। এমনটাই অভিযোগ মমতা সরকারের। এর এরই মধ্যে ফের রাজ্যে কয়েক হাজার কোটি টাকা পাঠালো রাজ্য। সূত্রের খবর ফের রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প সমগ্র শিক্ষা অভিযানে প্রায় ৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কাছে ইতিমধ্যেই এই বিষয়ক তথ্য পৌঁছে গিয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সমগ্র শিক্ষা অভিযানের অধীনে তৃতীয় কিস্তি বাবদ বাংলায় প্রায় ৫০০ কোটি টাকা দিয়েছে মোদী সরকার। সমগ্র শিক্ষা অভিযানে আগামী আর্থিক বর্ষের বাজেটের টাকাও অনুমোদন করেছে কেন্দ্র সরকার। মূলত সমগ্র শিক্ষা অভিযান খাতেই রাজ্যকে মোট ৩৬০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র।

প্রসঙ্গত, সমগ্র শিক্ষা অভিযানের অধীনে স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, পড়ুয়াদের পোশাক প্রদান সহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে এই বরাদ্দ টাকা ব্যবহার করা হবে। ওদিকে শোনা যাচ্ছে রাজ্যে এই টাকা দেওয়ার বিষয়ে বঙ্গ বিজেপি নেতাদের বিশেষ আপত্তি ছিল। একাধিক সময়ে একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়ে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একাধিকবার অভিযোগও জানানো হয়েছিল।

ওদিকে গত দুদিন কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। সেই বৈঠকেই সমগ্র শিক্ষা অভিযান খাতে এই বরাদ্দ টাকা দেওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। নবান্ন সূত্রে আরও খবর, বৈঠকে রাজ্যের প্রশংসাও কেন্দ্র। বাংলার সরকার যেভাবে মিড ডে মিলে রাজ্য সরকার টাকা ব্যবহার করেছে ও টাকা পুনরুদ্ধার করেছে তা নিয়ে কেন্দ্র অত্যন্ত খুশি বলে জানা গিয়েছে।

nabanna

আরও পড়ুন: সাথেই রাখুন ছাতা! একটু পরই ঝড়-বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের এই সব জেলায়: আবহাওয়ার খবর

প্রসঙ্গত রাজ্যে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে বিজেপি। খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিড ডে মিলের বরাদ্দ নিয়ে দেদার কারচুপির অভিযোগ তুলেছেন। ওদিকে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে রাজ্যে একাধিকবার কেন্দ্রীয় টিমও এসেছে। তবে এসবের পরও রাজ্য স্কুল শিক্ষা দফতরে বিরাট বরাদ্দ করল কেন্দ্র। দোরগোড়ায় লোকসভা ভোট। এই আবহে রাজ্যকে টাকা বরাদ্দ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর