‘আমরা চাই ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক’, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চরম নিন্দা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশ (Bangladesh) ইস্যু নিয়ে ইতিমধ্যেই একাধিকবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের একবার এই নিয়ে মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এটা ভারত সরকারের ব্যাপার, পশ্চিমবঙ্গ সরকারের নয়। মমতা (Mamata Banerjee) বলেন, ‘এটা ভারত সরকারের দেখার কথা। ভিসা আরও বাড়ানো হয়েছে বলে আমি শুনেছি। যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে। আমাদের লোকেদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হোক। যারা আসতে চায়, তাঁদের ফিরিয়ে আনা হোক’।

  • হিন্দুদের রক্ষা করার কথা বলেন মমতা (Mamata Banerjee)!

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এটা ভারত সরকারের বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের নয়। এটা ওদের দায়িত্ব। ভারত সরকারই বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে’। এবার মমতার এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ শানাল বিজেপি (BJP)। সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন পদ্ম নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।

বিজেপি নেতা বলেন, ‘মমতার মুখে হিন্দু শব্দ শুনে দু’হাত ভরে হাততালি দিতে চাই। তবে, আপনি বলুন তাহলে সিএএ গুরুত্বপূর্ণ ছিল। ওপারের হিন্দুদের এপারে নিয়ে আসার কথা বলছেন। আপনার জন্য আনা যাচ্ছে না’।

আরও পড়ুনঃ বিনীতের মামলায় বড় সিদ্ধান্ত! সুপ্রিম কোর্ট এবার যা বলল…তোলপাড় রাজ্য

জগন্নাথ (Jagannath Chatterjee) বলেন, কেন্দ্র তৈরি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাগরিকত্ব আইন মানব না। আমরা ধর্মীয় কারণে নিপীড়িত হিন্দুদের এপারে নিয়ে এসে নাগরিকত্ব দিতে চাই বলে আইন করা হয়েছে, দাবি করেন তিনি। বিজেপি নেতার প্রশ্ন, ‘তবে এর বিরোধিতা কে করেছে? আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে সিএএ-র বিরোধিতা করা অন্যায় হয়েছে’।

Mamata Banerjee

এদিকে মমতা (Mamata Banerjee) বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি শুনছি সীমান্ত থেকে তো অনেকে চলে আসছেন। তবে বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আবার আটকাচ্ছে না। বিমানে করে মানুষ আসছে। যাদের পাসপোর্ট, ভিসা রয়েছে তাঁরা আসছেন। কোনও সীমান্ত বন্ধ করা হয়নি। তাই এটা ভারত সরকারের বিষয়। ওরা হিন্দুদের রক্ষা করুক আমরা চাই। এখানে বিরোধী দল দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর