‘আগে নিজেদের বন্দুক সংস্কৃতি ও জাতিগত হিংসা বন্ধ করুন”, মার্কিন রিপোর্টের পাল্টা দিল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘু মানুষদের ওপর যেভাবে একের পর এক হামলার ঘটনা বেড়ে চলেছে, তা নিয়ে কেন্দ্র সরকারের ওপর চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর এই পরিস্থিতিতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যা নিয়ে বেড়েছে বিতর্ক। সেই প্রতিবেদন প্রসঙ্গে এবার কড়া প্রতিক্রিয়া জানালো কেন্দ্র সরকার।

আসলে কয়েকদিন পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা একটি রিপোর্ট পেশ করা হয়, যেখানে সারা বছর ধরে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার কথা উল্লেখ করা হয় আর তা নিয়েই বর্তমানে সেই দেশের ওপর বেজায় চটেছে কেন্দ্র।

এদিন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা একটি বিবৃতি জারি করে বলা হয়, “আমরা মার্কিন পররাষ্ট্র দফতর দ্বারা প্রকাশিত রিপোর্টটি দেখেছি এবং সেখানে যেভাবে মার্কিন আধিকারিকদের দ্বারা ভুল তথ্য পেশ করা হয়েছে, তাও লক্ষ্য করেছি। যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভোটব্যাঙ্কের রাজনীতি চালানো হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা অনুরোধ করব যে, এহেন আচরণ যেন ভবিষ্যতে আর না করা হয়।”

তারা আরো জানায়, “ভারত এমন একটি দেশ, যেখানে সকল ধর্ম এবং বর্ণের মানুষ বসবাস করে। আমাদের দেশে ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকারকে গুরুত্ব সহকারে দেখা হয়। তবে বর্তমানে আমেরিকা যেভাবে আমাদের বিরুদ্ধে ভুল তথ্যের রিপোর্ট পেশ করে চলেছে, তা দুঃখজনক। ওরা নিজেদের বন্দুক কালচার এবং জাতিগত হিংসার পরিবেশের দিকে নজর দিক।”

সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা একটি রিপোর্ট পেশ করা হয় যেখানে গোটা বিশ্বে ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা এবং তার লঙ্ঘন প্রসঙ্গে উল্লেখ করা হয়। উল্লেখযোগ্যভাবে, এই রিপোর্টে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনা তুলে ধরা হয়। কিভাবে সংখ্যালঘু মানুষদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং তাদের হত্যা থেকে শুরু করে গোহত্যা প্রসঙ্গটিকে পেশ করা হয় এই রিপোর্টে আর তার জেরেই বর্তমানে কেন্দ্র সরকারের এই বিবৃতি বলে মনে করা হচ্ছে।


Sayan Das

সম্পর্কিত খবর