মোদীর মাস্টারস্ট্রোক! আর বাজার থেকে কিনতে হবে না আটা-ডাল! নয়া প্রকল্প চালু করল কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটের (Loksabha Election) আগে ফের এক নতুন জনমুখী প্রকল্প চালু করল কেন্দ্র। দেশের খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের জন্য সস্তায় আটা (Atta) ও ডাল (Dal) দেওয়ার কথা ঘোষণা হল। কেন্দ্রীয় সরকারের তরফে সোমবার ভারত আটা (Bharat Atta) এবং ভারত ডাল (Bharat Dal) প্রকল্পের উদ্বোধন করা হল।

সোমবার কেন্দ্রীয় সরকারের উপভোক্তা বিষয়ক, খাদ্য ও জন বন্টন মন্ত্রী পীযুষ গোয়েল এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি রাজ্যের সব জায়গায় সস্তায় আটা এবং ডাল পৌঁছে দেওয়া হবে।

বাজার চলতি দামের অনেক কম দরে এবার থেকে আটা ও ডাল পাবেন সাধারণ মানুষ। বাজারে বর্তমানে আটার দাম কম-বেশি ৩৫ টাকা প্রতি কেজি। সেই জায়গায় এবার কেন্দ্র প্রতি কেজি আটা ২৭ টাকা ৫০ পয়সা দরে দেশের সব নাগরিকদের দেবে।

ডালের ক্ষেত্রেও তাই। বাজারে মুসুর ডালের (Masoor Dal) দাম কম-বেশি ১০০ টাকা কিলো‌। কিছু কিছু ক্ষেত্রে সেটি ১২০ টাকাও হয়ে যায়। জানা যাচ্ছে, এবার কেন্দ্র আমজনতাকে ৬০ টাকা কিলো দরে ডাল দেবে। কোনও ব্যক্তি যদি ৩০ কিলোর বেশি ডাল নেন তাহলে কেজি প্রতি দাম পড়বে আরও কম। তখন ৫৫ টাকা কিলো দরে ডাল কিনতে পারবেন কোনও ব্যক্তি।

Atta,Dal,Bharat Dal,Bharat Atta,Narendra Modi,PM Narendra Modi,Ration,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor,ভারত আটা,ভারত ডাল

উল্লেখ্য, দেশজুড়ে চলছে উৎসব। আর কয়েক দিন পরেই দীপাবলি (Diwali)। আর এই আবহে এই দুই প্রকল্প উদ্বোধন করায় দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন বলে মনে করছে কেন্দ্র। জানা গিয়েছে, কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, দেশের কোনায় কোনায় ভারত আটা পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে ৮০০টি ভ্যান ঘুরে বেড়াবে। এছাড়াও সরকার কেন্দ্রীয় ভান্ডার, ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (এনএএফইডি) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনসিসিএফ) সারাদেশে সস্তায় আটা এবং ডাল সরবরাহ করবে।