বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই গত ২৫ আগস্ট রেল, কমিউনিকেশন, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ঘোষণা করেছিলেন যে, চলতি বছরের ১২ অক্টোবর দেশে শুরু হতে চলেছে 5G পরিষেবা (5G Service)। এমতাবস্থায়, একদিকে যখন দেশের বেসরকারি টেলিকম অপারেটরগুলি 5G পরিষেবা চালু করার উদ্দেশ্যে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই আবহেই সরকারি টেলিকম অপারেটর BSNL (Bharat Sanchar Nigam Limited) এখনও গ্রাহকদের 4G পরিষেবা দিতে সক্ষম হচ্ছে না।
শুধু তাই নয়, দেশের বড় শহরগুলিতেও গ্রাহকদের ঠিকঠাক নেটওয়ার্ক সরবরাহ করতে পারছে না BSNL। এমতাবস্থায়, খবর পাওয়া যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকার আসন্ন ২০২৫ সালের মধ্যে BSNL-এর ১৩,৫৬৭ টি মোবাইল টাওয়ার বিক্রি করতে চলেছে। যার মাধ্যমে সরকার ৪,০০০ কোটি টাকা তুলতে চায়। এই প্রসঙ্গে মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, BSNL এবং MTNL-এর টাওয়ার বিক্রির জন্য সরকার কর্তৃক আর্থিক উপদেষ্টা হিসাবে KPMG-কে নিযুক্ত করা হয়েছে। এরপর, পর্যায়ক্রমে BSNL-এর টাওয়ার বিক্রি করবে সরকার।
সারা দেশে BSNL-এর ৬৮ হাজার টাওয়ার রয়েছে: মিডিয়া রিপোর্ট অনুসারে আরও জানা গিয়েছে যে, দিল্লি, মুম্বাই ছাড়া দেশের প্রতিটি কোণায় BSNL-এর মোট ৬৮ হাজার মোবাইল টাওয়ার রয়েছে। যার মধ্যে প্রায় ৭০ শতাংশ টাওয়ার ফাইবার কেবল দ্বারা সংযুক্ত রয়েছে। এমতাবস্থায়, ফাইবার কেবল দ্বারা সংযুক্ত এই টাওয়ারগুলি 4G এবং 5G পরিষেবা শুরু করার জন্য প্রস্তুত। কিন্তু BSNL এখনও লোকসানের মধ্যে রয়েছে। তাই, এই ঘাটতি কমাতে সরকার ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ককে BSNL-এর সঙ্গে একত্র করছে। এই আবহে BSNL আর্থিক মন্দা কাটিয়ে কবে নাগাদ 4G পরিষেবা চালু করতে সক্ষম হয় সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রাহকমহল।
BSNL-এর পুনরুজ্জীবনের জন্য ১.৬৪ লক্ষ কোটি টাকা অনুমোদিত হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত মাসে অর্থাৎ ২৭ জুলাই, সরকার BSNL-এর পুনরুজ্জীবনের জন্য ১.৬৪ লক্ষ কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে, এই রিভাইভাল প্যাকেজের সাথে, BSNL-এর 4G পরিষেবা সম্প্রসারণে সাহায্য করার জন্য স্পেকট্রাম বরাদ্দ করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রী দেন কড়া নির্দেশ: BSNL-এর পুনরুজ্জীবনের জন্য ১.৬৪ লক্ষ কোটি টাকা অনুমোদনের পর, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত ৪ আগস্ট BSNL-এর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এতে তিনি ৬২ হাজার কর্মচারীকে কড়া নির্দেশ প্রদান করেন। যার একটি অডিও সামনে আসে। যেখানে তিনি “সরকারি” মনোভাব ছেড়ে কর্মচারীদের সঠিকভাবে কাজ করতে বলেন। এমনকি, তিনি স্পষ্ট জানান, সরকারি মনোভাব ত্যাগ করে সঠিকভাবে কাজ করুন, না হলে বাড়িতে বসে থাকুন।