কেন্দ্রের নয়া টার্গেট! ‘বন্দে ভারত স্লিপার’ নিয়ে এবার যা আপডেট এল…. তুমুল চর্চা দেশজুড়ে

বাংলাহান্ট ডেস্ক : শুধু আধুনিকতা নয়, লক্ষ্য যাত্রী স্বাচ্ছন্দের সাথে নিরাপত্তার সুনিশ্চিতকরণ। এই লক্ষ্যে মোদি সরকার একের পর এক রেল প্রকল্প হাতে নিচ্ছে। ভারতীয় রেলকে (Indian Railways) বিশ্বমানের করে তুলতে  ‘সুগম্য ভারত মিশন’ চালু করে কেন্দ্রীয় সরকার (Central Government)।

নয়া প্ল্যানিং কেন্দ্রের (Central Government)

স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সাথে যাতে যাত্রীরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারেন সেই লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেয় সরকার (Central Government)। এই প্রকল্পের অধীনে বিশ্বমানের বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করে বিশ্বের সেরা স্লিপার ট্রেনের অভিজ্ঞতা দিতে তৎপর হয়ে উঠেছে রেল মন্ত্রক।

New Vande Bharat sleeper train has arrived Indian Railways.

কিছুদিন আগেই বন্দে ভারত স্লিপারের প্রথম প্রোটোটাইপকে খাজুরাহোতে নিয়ে আসা হয় ফিল্ড টেস্টের জন্য। অন্যদিকে জানা যাচ্ছে, এই ধরনের আরও ১০ টি বন্দে ভারত স্লিপার তৈরির কাজ চলছে ওয়ার্কশপে (Workshop)। ‘মিশন রাফতার’–এর সাথেই ‘সুগম্য ভারত মিশন’ যাত্রীদের আগামীদিনে দিতে চলেছে এক বিশ্বমানের রেল অভিজ্ঞতা।

আরোও পড়ুন : একী অবস্থা! এখানে ডাক্তার-নার্সরা করছেন দেহ ব্যবসা! আসল কারণ শুনলে চমকে উঠবেন যে কেউ

রেলমন্ত্রীর কথায়, ‘ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের আমূল পরিবর্তন ঘটিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে এখন ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। তবে এ বার রাতের ট্রেনযাত্রাও এই সেমি হাইস্পিড ট্রেনের দৌলতে বড় পরিবর্তন দেখতে চলেছে। ফিল্ড টেস্টের জন্য বন্দে ভারত স্লিপারের একটি রেক নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার পাশাপাশি কারখানায় ১০টি বন্দে ভারত স্লিপার তৈরির কাজও চলছে।’

আরোও পড়ুন : সাবধান! টি ব্যাগের স্বাদে ডুবে আছেন, এখানেই লুকিয়ে ভয়ঙ্কর দূষণ, হতে পারে লিভার, হার্ট অকেজো!

রেলমন্ত্রী আরো জানান, বন্দে ভারত স্লিপারের জন্য ইতিমধ্যেই ২০০ টি রেক তৈরির বরাত দেওয়া হয়েছে। রেল অধিকারীরা জানাচ্ছেন, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) এবং বেঙ্গালুরুর ভারত আর্থমুভার্স লিমিটেড (বিইএমএল) যৌথভাবে তৈরি করবে বন্দে ভারত স্লিপার ট্রেন। এই দুই সংস্থা বন্দে ভারতের ২০০ টি রেক তৈরি করতে চলেছে।

Central Government

রেল সূত্রে খবর, আগামী জানুয়ারি মাসের মধ্যে স্লিপারের প্রোটোটাইপ রেকের ফিল্ড টেস্ট সম্পন্ন হয়ে যাবে। বাণিজ্যিকভাবে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) পথ চলা শুরু করতে পারে আগামী বছরের মাঝামাঝি সময় থেকে। আগামী দিনে রাজধানী, শতাব্দী এবং অন্য প্রিমিয়াম ট্রেনকে রিপ্লেস করতে পারে এই বন্দে ভারত স্লিপার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর