করোনাকালে বড় ঘোষণা কেন্দ্রের, কোভিডের কারণে অনাথ শিশুদের সাহায্যের পর এই সিদ্ধান্ত সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ করোনার (covid-19) দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত গোটা দেশ। এই পরিস্থিতিতে করোনার কারণে অনাথ হওয়া শিশুদের পাশে দাঁড়ানোর পর, এবার আরও এক বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। করোনার রোষে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি প্রাণ হারালে, সেই পরিবারকেও আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী।

জানা গিয়েছে, করোনার কারণে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে, সেই পরিবারকে পেনশন দেবে কেন্দ্র সরকার। শুধু তাই নয়, সেই পরিবারের জন্য বিমার ব্যবস্থাও করা হবে। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় জানান, ‘করোনার কারণে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে রয়েছে সরকার। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাঁদের আর্থিক সাহায্য করবে সরকার। সমাজে সম্মানজনক ভাবে বেঁচে থাকার জন্য, তাঁদের পরিবারকে ESIC পেনশনের আয়ত্তায় আনা হচ্ছে’।

তবে আরও জানা গিয়েছে, যেসকল ব্যক্তিরা ২০২০ সালের ৩ রা মার্চের পর থেকে করোনার কারণে মারা গিয়েছেন, তারাই এই সুবিধা পাবেন ২০২২ সালের ২৪ শে মার্চ। পাশাপাশি এই পরিস্থিতিতে ৬ লক্ষ থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে বিমার পরিমাণ।

প্রসঙ্গত, সম্প্রতি করোনা মহামারীতে অনাথ হওয়া বাচ্চাদের জন্য স্বস্তির খবর দেয় কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ঘোষণা করে করোনার কারণে মাতা-পিতাহারা সন্তানদের ‘PM CARES FOR CHILDREN’ যোজনার অন্তর্গত সহায়তা করা হবে। অনাথ বাচ্চাদের ১৮ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা, ১৮ বছর হয়ে গেলে উচ্চ শিক্ষার জন্য বিনা সুদে ঋণ এবং ২৩ বছর বয়সে পিএম কেয়ার্স থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা করা হবে।

ad2
Avatar
Smita Hari

সম্পর্কিত খবর