বাংলা হান্ট ডেস্কঃ এর আগেই মহার্ঘ ভাতা অনেকখানি বাড়িয়ে এই করোনা কালে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছিল মোদি সরকার (Modi Government)। যদিও বর্ধিত ভাতা এখনো হাতে পাননি সরকারি কর্মচারীরা, তবে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বর থেকেই তা লাগু হবে। এরই মাঝে সরকারি কর্মচারীদের জন্য ফের একবার খুশির খবর নিয়ে এলো কেন্দ্র সরকার। জানা গিয়েছে আগামী দিনে সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা আরও বাড়তে চলেছেন তারা।
এই মুহূর্তে সাধারণত ২৪০টি আর্নড লিভ পান পান সরকারি চাকরিজীবি কর্মীরা। এবার থেকে কেন্দ্র সরকার তা বাড়িয়ে ৩০০ করতে চলেছে। এছাড়া একাধিক পরিবর্তন নিয়ে আনা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, টেক হোম স্যালারি, পেনশন, কাজের ঘন্টা এবং অবসর সম্পর্কিত ক্ষেত্রগুলিতেও। জানানো হয়েছে লেবার কোড-এর নিয়ম বদল নিয়ে ইতিমধ্যেই শ্রমমন্ত্রক, লেবার ইউনিয়ন ও শিল্পজগতের মধ্যে বৈঠক হয়েছে। লেবার কোডের নিয়ম অবশ্য লাগু হওয়ার কথা ছিল ১ জুলাই থেকেই কিন্তু বিভিন্ন রাজ্য সরকারের সম্মতি না মেলায় এখনও তা লাগু করা যায়নি।
সাংবাদিক, ভবন ও অন্য নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক ও সিনেমার সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্যেও আলাদা নিয়ম বানানোর কথা জানানো হয়েছে সরকারের তরফে। লেবার কোডের নিয়ম অনুযায়ী এবার বাড়বে প্রভিডেন্ট ফান্ডের টাকা। কারণ এরপর থেকে একজন কর্মী যা বেতন পাবেন তার ৫০% হতে হবে তার বেসিক পে। যার জেরে প্রভিডেন্ট ফান্ডের জন্য অতিরিক্ত টাকা কেটে রাখতে পারবে সরকার। ফলে হাতে পাওয়া বেতন কিছুটা কমলেও প্রভিডেন্ট ফান্ড অনেকটাই বাড়বে।
সরকারি তরফ থেকে জানানো হয়েছে দৈনিক কাজের ঘন্টা বৃদ্ধি করে ১২ ঘণ্টা করা হয়েছে। তবে সপ্তাহের সর্বাধিক ৪৮ ঘণ্টাই কাজ করা যাবে। স্বাভাবিকভাবেই এর জেরে বাড়বে ছুটির দিন। প্রসঙ্গত উল্লেখ্য গত বছর সেপ্টেম্বর মাসে এই লেবার আইন পাস করেছিল কেন্দ্র সরকার। কিন্তু পরিস্থিতির কারণে তা ‘লাগু করা যায়নি। তবে এবার তা লাগু করতে বদ্ধপরিকর মোদি সরকার।