সরকারি কর্মচারীদের জন্য বড়সড় ঘোষণা! নভেম্বরেই বর্ধিত হারে বেতন

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘদিনের ক্ষোভ এবার অবসান হতে চলেছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ার কথা ঘোষণা করল কেন্দ্র।5 শতাংশ হারে দিয়ে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে, বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর মোদি সরকারের তরফে দিওয়ালির উপহার হিসেবে ভাতা বাড়ার কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে আগামী নভেম্বর মাস থেকেই বর্ধিত হারে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সংবাদমাধ্যম সূত্রের খবর 5 শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে 17 শতাংশে666798 prakash javdekar

তাই কেন্দ্রীয় সরকারের ন্যূনতম বেতন এক ধাক্কায় অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে তাই এই প্রকল্প বাস্তবায়িত হলে কেন্দ্রীয় সরকারের মোট 15, 909.35 কোটি টাকা খরচ হবে। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার ফলে কেন্দ্রের পঞ্চাশ লক্ষ কর্মচারী উপকৃত হতে চলেছেন, তবে শুধুমাত্র সরকারি কর্মচারীরাই নয় পেনশন ভোগীরা ও সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় জমানায় আর্থিক বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। তার পর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটেছে

কিন্তু বাজেট পেশ হওয়ার পর থেকে সেই ব্যাপারে কোনও তত্পরতা দেখায়নি কেন্দ্র তবে অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে দিয়ে বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্র। মোদী সরকারের প্রথম জমানায় যে পরিমাণ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল তার থেকে চলতি বছরের মহার্ঘ ভাতা অনেকটাই বেশি তাই খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে।

সম্পর্কিত খবর