বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবারই ফের এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের ৪ শতাংশ ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগে ৪৬% হারে মহার্ঘ ভাতা পেতেন কেন্দ্রের কর্মীরা। বর্তমানে আরও ৪ % ডিএ বৃদ্ধি পাওয়ায় তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এই আবহে প্রশ্ন উঠছে এবার কী বেসিক স্যালারির (Basic Salary) সঙ্গে মহার্ঘ ভাতা মিশিয়ে দেওয়া হবে?
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সেখানে ডিএ বৃদ্ধির ঘোষণার পর তাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির সঙ্গে ডিএ মিশিয়ে দেওয়া হবে কী না সেই নিয়ে প্রশ্ন করা হয়।
তবে এদিন মন্ত্রী পীযূষ গোয়েল এই বিষয়ে স্পষ্ট কোনও উত্তর। তিনি বলেন, ‘সেই সিদ্ধান্তটা বেতন কমিশন নেয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা চার শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু ডিএ বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে, তাই হাউস রেন্ট অ্যালোওয়েন্সও বেড়েছে।’
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘গ্র্যাজুইটির সর্বোচ্চসীমা ২০ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অন্যান্য ভাতাও ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।’ জানিয়ে রাখি, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ হল ৫০ শতাংশ। অর্থাৎ এবার থেকে তারা ৫০% হারে মহার্ঘ ভাতা পাবেন। একই সঙ্গে ‘এরিয়ার’ বা বকেয়া টাকাও পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন: মিথ্যে দাবি! সন্দেশখালির বাসিন্দা বলে কেন তৃণমূলের মিছিলে যোগ? মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত রাজবাড়ি
সেই সঙ্গে ‘হাউস রেন্ট অ্যালোওয়েন্স’ও (HRA) বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ট্রাভেল অ্যালোওয়েন্স, ডেপুটেশন অ্যালোওয়েন্স, ক্যান্টিন অ্যালোওয়েন্স-সহ যাবতীয় ভাতা। সেই ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্র সরকারের এই পদক্ষেপে লাভবান হবেন প্রায় ৪৯ লক্ষ ১৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৭ লক্ষ ৯৫ হাজার পেনশনভোগী। এই টাকা মেটাতে কেন্দ্রকে ব্যয় করতে হবে প্রায় ৯,৪০০ কোটি টাকা।