চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, এবার তিন হাজার শূন্য পদে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের উত্তরপ্রদেশে পশ্চিমাঞ্চল বিদ্যুত্ বিতরণ নিগম লিমিটেড দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল৷ দক্ষ ও অদক্ষ কর্মী দুটিতেই শূন্য পদ1500 করে৷ আবেদনের জন্য জেনে নিন বিস্তারিত-
1. দক্ষ কর্মী- এ পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই এন সি ভিটি অধীনস্থ ইলেকট্রিক্যাল বা ওয়ানম্যান ট্রেডে আইটিআই পাশ করার সার্টিফিকেট থাকতে হবে, একই সঙ্গে ওই বিভাগে দুই বছরের জন্য কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ এ ছাড়াও হিন্দি ও ইংরেজিতে লেখা পড়ার জ্ঞান থাকতে হবে৷
2. অদক্ষ কর্মী- ইলেকট্রিক্যাল বিভাগে এক বছরের অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে৷ এ ক্ষেত্রেও আবেদনকারীকে ইংরেজি ও হিন্দি ভাষা লিখতে পড়ার জ্ঞান থাকতে হবে৷
আবেদন পদ্ধতি- এই দুই পদে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট http:/www.beciljobs.com যেতে হবে৷ প্রথমে ই মেল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে৷ এ ছাড়াও আবেদনের জন্য পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়িত কপি স্ক্যান করে জমা দিতে হবে৷ আবেদন করার জন্য সাধারণ জাতিদের ক্ষেত্রে 500 টাকা এবং তফসিলি জাতি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 250 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে৷
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার