বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র। ইতিমধ্যেই রাষ্ট্রপতি সই করেছেন ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে। যার ফলে কেন্দ্রীয় সরকার কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক পদক্ষেপ নিল। যার জেরে রাজ্যসভা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, শুরু হয়েছে তুমুল বচসা। এর পাশাপাশি, জম্মু-কাশ্মীরকে পুর্নগঠনের প্রস্তাব রাখেছে কেন্দ্র। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করছে গেরুয়া শিবির। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব রেখেছেন, লাদাখকে যাতে বিধানসভাহীন এবং জম্মু ও কাশ্মীরকে বিধানসভাযুক্ত কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা যায়।
কেন্দ্রের এমন প্রস্তাবে তুমুল বিরোধিতা জানায় বিরোধী দলগুলি। রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজ়াদ অভিযোগ জানান, সংবিধানকে হত্যা করেছে মোদী সরকার। তিনি আরও বলেন ‘দেশের সংবিধানের পাশে আমি সব সময় রয়েছি, এর জন্য প্রাণ দিতেও আমি প্রস্তুত।’ কিন্তু সংবিধানকে হত্যা করেছে বিজেপি।
কেন জম্মু-কাশ্মীরকে পুনর্গঠন কারতে চায় কেন্দ্র? এর যুক্তি হিসাবে কেন্দ্র জানিয়েছে, লাদাখের মানুষেরা অনেকদিন ধরেই দাবি জানিয়েছে, যাতে জম্মু-কাশ্মীরের এই দুর্গম অঞ্চলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়। তাদের এই দাবির ভিত্তিতেই এই সুপারিশ জানিয়েছে কেন্দ্র। অন্যদিকে জম্মু ও কাশ্মীর কে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব রাখা হয়েছে জঙ্গি অনুপ্রবেশ, হিংসা রুখতে।