PUBG ক্ষতি করছে যুবসমাজের, ব্যান করার চিন্তা ভাবনা শুরু কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্কঃ ভারত সহ সারা বিশ্বের যুবসমাজ এখন পাবজির নেশায় বুঁদ। অনেক ক্ষেত্রেই যুবদের অনেকেই সারাদিন রাত এই গেমেই কাটায়। এই গেম খেলতে গিয়ে হয়েছে দুর্ঘটনাও। এবার এই গেম ব্যান করার ব্যাপারে উদ্যোগী হতে চলেছে কেন্দ্র সরকার।

পাঞ্জাব-হরিয়ানা কোর্টের আদেশের পর এবার PUBG গেম দেশজুড়ে ব্যান করার ব্যাপারে পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার, সূত্র মারফত জানা যাচ্ছে এমনটাই। তথ্য় ও সম্প্রচার মন্ত্রক এই আকশন গেমের ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়েছে ভারতের যুব সমাজের ওপর এই গেম যে পরিমান ক্ষতিকর প্রভাব রাখছে তাতে এই গেম অবিলম্বে ব্যন করা উচিত।  একটি সমীক্ষায় জানা গিয়েছে, চার থেকে পাঁচ ঘণ্টা টানা গেম খেলছে বাচ্চারা। এতে এদের মানসিক বিকাশ বাধা পাচ্ছে। বাড়ছে হিংস্র প্রবৃত্তিও।

images 5 3

আইনজীবী এইচসি অরোরা পাবজি-র নেশা ব্লু হোয়েল গেম-এর থেকেও মারাত্মক দাবি করে পাঞ্জাব ও হরিয়ানা কোর্টে পাবজি গেম ব্যান করার আবেদন করেছিলেন। তিনি আদালতকে জানান অতিরিক্ত অ্যাকশন গেম বাচ্চাদের মানসিক সৃজনশীওলতে ও কৃষ্টি তো নষ্ট করছেই একই সাছে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। অনেক গুলি মৃত্যুর খবরও পাওয়া গেছে। সমস্ত যুক্তি-তর্কের পর পাঞ্জাব ও হরিয়ানা আদালত এই ব্যাপারে রায় দান করে।

প্লেয়ারআননোওন’স ব্যাটলগ্রাউন্ড (পিইউবিজি বা পাবজি) হচ্ছে একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল যা নির্মিত ও প্রকাশিত হয়েছে পিইউবিজি কর্পোরেশন কতৃর্ক, এটি দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম কোম্পানি ব্লুহোলের একটি অঙ্গপ্রতিষ্ঠান।খেলাটিতে, একশজন খেলোয়াড় একটি দ্বীপে প্যারাসুট দিয়ে নামে এবং বিভিন্ন অস্ত্র-সরঞ্জাম দিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ পর্যন্ত টিকে থাকতে হয়। ম্যাপের বিভিন্ন স্থান হতে অস্ত্র-সরঞ্জাম সংগ্রহ করতে হয়। ম্যাপের সেইফ জোনের আকার সময়ের সাথে সাথে ছোট হতে থাকে, খেলোয়াড়দের একে অন্যকে সাক্ষাৎ যুদ্ধ করানোর জন্য। নিজেদের মধ্যে যুদ্ধ করে লাস্ট ম্যান স্ট্যাডিং হিসেবে যেই থাকে সেই হয় বিজয়ী।


সম্পর্কিত খবর