রাম মন্দিরে গলতে পারবে না একটা মশা-মাছিও! অযোধ্যার মন্দিরের সুরক্ষার দায়িত্বে CISF, পরিদর্শনে স্বয়ং DG

বাংলা হান্ট ডেস্ক : বছরের পর পর ধরে বিজেপি নির্বাচনী ইস্তেহারের একটা বড় জায়গা জুড়ে জায়গা পেত রাম মন্দির (Ram Mandir) প্রসঙ্গ। দীর্ঘ আইনি জটিলতা ও রাজনৈতিক টালবাহানার পর অবশেষে নিজেদের প্রতিশ্রুতি পালন করেছে নরেন্দ্র মোদি (Narendra Modi)। সুপ্রিম কোর্টের (Supreme Court)নির্দেশে বাবরি মসজিদের ধ্বংসস্তুপের উপর তৈরি সুরম্য রাম মন্দির।

রাম জন্মভূমিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুরু একের পর এক হুমকি প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক স্তরের জঙ্গি সংগঠনও রাম মন্দিরকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে। এছাড়া দেশের মুষ্টিমেয় একদল মানুষও কায়মনোবাক্যে চায় চিরকালের জন্য বন্ধ হয়ে যাক রাম মন্দিরের দরজা। তাই মন্দিরকে কেন্দ্র করে ভয়ংকর নাশকতা চালাবার ষড়যন্ত্র যে হবে না তা নিশ্চিত করে বলা যায় না। সুতরাং, এই মন্দিরের সুরক্ষার ক্ষেত্রে বিন্দুমাত্র আপোষ করতে রাজি নয় নরেন্দ্র মোদি সরকারক।

উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির সংক্রান্ত বিষয়ে একটি বড় পদক্ষেপ করেছে ভারত সরকার। জানা যাচ্ছে, এখন রাম মন্দিরের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সিআইএসএফ-র হাতে। শুধু তাই নয়, নিরাপত্তা ব্যবস্থা সঠিক রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখতে সম্প্রতি সিআইএসএফ ডিজি এবং অন্যান্য আধিকারিকরা রাম মন্দির পরিদর্শন করেন।

ayodhya ram mandir latest pictures

বিশেষ সূত্রে খবর, সিআইএসএফ-এর কনসালটেন্সি উইংকে পুরো নিরাপত্তা পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে রাম মন্দিরের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের আগে মন্দির চত্বরে নিজেদের অভেদ্য নিরাপত্তা বলয় তৈরি করবে সিআইএসএফ।

মোতায়েন করা হতে পারে অ্যান্টি ড্রোন সিস্টেমও। সিআইএসফ চাইছে রাম মন্দির চত্বরকে সর্বোচ্চ স্তরের প্রযুক্তির সাহায্যে নিরাপত্তায় ঢেকে ফেলতে। গৃহমন্ত্রকের কড়া নির্দেশ, রাম মন্দিরের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের খামতি না থাকে। সিআইএসএফও নিজেদের দক্ষতার সর্বোচ্চ স্তরে পৌঁছতে বদ্ধপরিকর।

শুধু মন্দির চত্বর নয়,মন্দিরের গর্ভগৃহের নিরাপত্তার দায়িত্বেও মোতায়েন রয়েছে সশস্ত্র সিআরপিএফ জওয়ান। বিশেষ সূত্রে খবর, বর্তমানে রামমন্দিরের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব সিআরপিএফ পুলিস এবং পিএসি-র হাতে দেওয়া হয়েছে। মন্দির বাইরের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে পুলিসের হাতে।

Sudipto

সম্পর্কিত খবর