এবার তাপস ঘনিষ্ট তৃণমূল নেত্রীর বাড়িতে হানা CBI-র! তল্লাশি হতে পারে আরও দুই TMC নেতার বাড়িতেও

বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী (TMC Leader) ইতি সরকারের বাড়িতে হানা দিলেন সিবিআই আধিকারিকরা। ইতি তৃণমূলের তেহট্ট এক নম্বর ব্লক সভাপতি। শনিবার সকালে তৃণমূল নেত্রীর বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল। শনিবার তাপসের পুত্র সাগ্নিককে বেঙ্গালুরুতে জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI) আধিকারিকদের একটি দল।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে শনিবার ভোরেই তাপসের বাড়ির পুকুরপাড়ে তল্লাশি চালায় সিবিআই। শুক্রবার যেখানে কিছু নথি পোড়ানোর অভিযোগ ওঠে। সেই ঘটনাস্থল খতিয়ে দেখে পোড়া নথির বেশ কিছু নমুনা সংগ্রহ করে সকালেই বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকেরা।

tapas saha
মাঝে কয়েক ঘণ্টার বিরতি নিয়ে ফের তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় সংস্থা। বিধায়ক-ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল যুব নেতা মলয় বিশ্বাস, তৃণমূল নেতা মিঠু শাহ প্রমুখের বাড়িতে অভিযান করা হতে পারে বলে জানা যাচ্ছে।

অপর দিকে, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের দল বেরিয়ে যেতেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে বসেন তাপস। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন দলের একাংশের বিরুদ্ধেই। তাপস বলেন, ‘দলের জন্য আমি জীবন উৎসর্গ করেছি। আজ এত বড় ষড়যন্ত্রের মধ্যেও দলের কেউ আমার খোঁজ পর্যন্ত নেয়নি। আমার কাছে মিঠু এবং মলয়ের নাম বার বার জানতে চাওয়া হয়েছে।’

তাপস এদিন আরও অভিযোগ করেন, ‘এটা পরিষ্কার যে, তৃণমূলের স্থানীয় কেউ ছাড়া আমার কাছের ওই দুই নেতার বিষয়ে এত খুঁটিয়ে জানার কথা নয়।’ বিধায়ক এ-ও দাবি করেন যে, সিবিআই তাঁকে বলেছে যে, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তবে তাপস সাহার এই মন্তব্যের পর তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Sudipto

সম্পর্কিত খবর