বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকতা সংশোধন আইন নিয়ে রাজনৈতিক টানাপড়েন থামার নামই নিচ্ছে না। ছত্তিসগড়ে নাগরিকতা সংশোধন আইন নিয়ে চলছে জোরদার বয়ানবাজি। নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ভিলাইতে নাগরিকতা আইনের যারা বিরুদ্ধে তাঁদের উপর জোরদার আক্রমণ করেন। উনি সেখানে বড় বয়ান দিয়ে বিরোধী দল গুলোর উপর আক্রমণ করেন।
One of the #WeSupportCAA
Rallies in Bhilai, #Chhattisgarh#IndiaSupportsCAA #CAAJanJagran #BJP@BJP4India @BJP4Bengal @BJP4Asansol @narendramodi @AmitShah pic.twitter.com/0sojnzTwuj— Babul Supriyo (@SuPriyoBabul) January 14, 2020
ছত্তিসগড়ে CAA নিয়ে মানুষকে সচেতন করতে উনি ভিলাইতে যান। ভিলাইতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিরোধী দল আর বিরোধী দলের নেতাদের নিয়ে বিদ্রুপ করেন। বাবুল সুপ্রিয় বলেন, নাগরিকতা আইন বোঝাতে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ইতালীয় ভাষায় বিলের কপি পাঠানো হবে।
বাবুল সুপ্রিয় বামেদের একহাতে নিয়ে বলেন, বামেদের চায়না ভাষায় এই বিলের কপি পাঠানো হবে। বাবুল সুপ্রিয় বলেন, বিরোধী দল দ্বারা সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিরোধী দল গুলো দেশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে আর সিএএ নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে।
মঙ্গলবার ছত্তিসগড়ের রাজধানী রাইপুরে পৌঁছে বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এর উপর গুরুতর অভিযোগ আনেন। উনি বলেন মুখ্যমন্ত্রী বাঘেল সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এর সাথে সাথে উনি বলেন, এরকম বিভ্রান্তি ছড়িয়ে উনি সংবিধানের অপমান করছেন।