মা দিবসের পাশাপাশি পালিত হোক স্ত্রী দিবসও! প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : এবার স্ত্রী দিবস পালনের ডাক দিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে। তাঁর দাবি, মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃত্ব দিবসের পাশাপাশি পালন করা হোক স্ত্রী দিবসও। মহারাষ্ট্রের একটি সভাতেই এহেন দাবি রাখলেন তিনি।

রবিবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে মহারাষ্ট্রের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, ‘এক জন মা সন্তানকে জন্ম দিলেও এক জন স্ত্রী স্বামীর ভাল মন্দ সময়ে পাশে থাকেন। প্রতিটি সফল পুরুষের পিছনে এক জন নারী থাকে। আমাদের উচিত স্ত্রী দিবসও উদ্‌যাপন করা।’

এদিন আন্তজার্তিক মাতৃত্ব দিবস উপলক্ষে সাংলির রাজমতি নালগণ্ডা গার্লস কলেজে রাজমাতা জিজাউ মাদার অ্যাওয়ার্ড ২০২২ বিতরণ করছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা রামদাস আঠওয়ালে। সেখানেই এহেন দাবি করতে শোনা যায় তাঁকে।

এদিন শুধু স্ত্রী দিবসই না, নিজের বক্তৃতায় ঠাকরের সরকারকেও একহাত নেন তিনি। তিনি বলেন, ‘রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত মহিশাল প্রকল্পের ছয় এবং সাত নম্বরের জন্য কোন তহবিল সরবরাহ করা হয়নি। অথচ ওই তহবিলের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে জলের ঘাটতি মেটানোর জন্য।’ এদিন মহারাষ্ট্রের খরাপ্রবণ এলাকায় কৃত্রিম বৃষ্টির বিষয়েও দাবি তোলেম তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও করোনাকালে শিরোনামে উঠে এসেছিলেন বিজেপির এই মন্ত্রী। মারাত্মক কোভিড পরিস্থিতির মধ্যে দেশ থেকে করোনা তাড়ানোর জন্য রীতিমতো ধুমধাম করে যজ্ঞ করেন তিনি। শুধু তাইই নয়, ‘গো করোনা গো’ বললে করোনা ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে এহেন দাবিও আগে করতে শোনা গেছে আঠওয়ালেকে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর