বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরে একের পর এক আবাস দুর্নীতি (Awas Corruption) ইস্যুতে জর্জরিত রাজ্য সরকার। দিক দিক থেকে ধেয়ে আসছে একই অভিযোগ, দুর্নীতি হয়েছে আবাস যোজনায়! সেই দুর্নীতির অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে ফের রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় দল (Central Team)। এই মুহূর্তে বঙ্গেই রয়েছেন কেন্দ্রীয় দলের সদস্যরা।
পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নানা জায়গায় ঘুরে তাঁরা পরিস্থিতি তদন্ত করছেন। অন্যদিকে গতকালই নন্দকুমারে দুর্নীতির তদন্তে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। এরপর কুমারচক গ্রামে পৌঁছলে সেখানে টাকার বিনিময়ে ঘর দেওয়ার অভিযোগে গ্রাম পঞ্চায়েত সচিব ও বিডিওকে ভর্ৎসনা করেন তাঁরা। বৃহস্পতিবার সকাল থেকে নন্দকুমার (Nandakumar) ব্লকের কুমারচক গ্রাম পরিদর্শনে যান দলের সদস্যরা। সেখানে গিয়ে বিভিন্ন বাড়ি ঘুরে দেখেন তাঁরা।
শুধু তাই নয়, যাঁদের আগে থেকেই পাকা বাড়ি রয়েছে তাঁরা পুনরায় যোজনায় বাড়ি পাচ্ছেন কিনা, সেই বিষয়টিও এদিন খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে গ্রামবাসীরা অভিযোগ জানান, কেন্দ্রীয় দলের সদস্যরা নাকি ঠিক মত সকল বিষয় যাচাই করে দেখছেন না। এরপরই গ্রামবাসীদের সঙ্গে খানিক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা।
কেন্দ্রীয় দলের সদস্যরা গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। সদস্যরা তাঁদের বলেন, ”আপনাদেরই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি। সব খতিয়ে দেখা হচ্ছে।” এরপর ফের তদন্তে নেমে তাঁরা দেখেন, অনেকে পাকা এলাহী বাড়ি সত্ত্বেও যোজনার ঘর পেয়েছেন, আবার যোগ্য হয়েও অনেকের মেলেনি ঘর। এরপরই গ্রাম পঞ্চায়েত সচিব আশুতোষ জানা এবং নন্দকুমারের বিডিও শানু বক্সিকে ভর্ৎসনা করেন কেন্দ্রীয় দলের সদস্যরা। বলেন , ”আপনাদের নামে অভিযোগ, টাকা নিয়ে আবাস তালিকায় নাম তোলার। ঘুষ নিয়ে আপনারা নাম রেকমেন্ড করছেন!”