লোকসভা তৈরি নতুন সংসদ ভবনে, প্রথমবারের মতো প্রকাশ্যে এল অন্দরের ছবি, এখানেই পেশ হবে বাজেট?

বাংলা হান্ট ডেস্ক : ২০২২ সালের সেপ্টেম্বর মাসেই উদ্বোধন হয় ‘সেন্ট্রাল ভিস্তা’ (Central Vista) প্রকল্পের আওতায় ‘সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ’-এর। উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর এবার নতুন পার্লামেন্টের ছবি সামনে এল। যার সৌন্দর্য দেখে মুগ্ধ আম জনতা।

centralvista

হিসাব করা খরচ কিছুটা বাড়লেও নির্ধারিত সময়ের থেকে একটু দেরিতে শেষ হল সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ। ২০২২ সালের স্বাধীনতা দিবসের আগেই এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও, লকডাউনের কারণে তা একাধিকবার বাধা পায় হয়। তবে কোনও সময়ই নির্মাণকাজ বন্ধ রাখা হয়নি। সেই কারণেই পরে কেন্দ্রের পক্ষ থেকে সময়সীমা বাড়িয়ে গত বছরের অক্টোবর মাস অবধি করা হয়েছিল। কিন্তু তার থেকেও কিছুটা বেশি সময় লেগে অবশেষে শেষ সেন্ট্রাল ভিস্তার কাজ।

কেন এই নতুন পার্লামেন্ট? ব্রিটিশ আমলে তৈরি সংসদ ভবনে প্রথম সমস্যাই ছিল জায়গার অভাব। কাজের সুবিধার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনাই ছিল সমস্ত সাংসদদের একই ছাদের নীচে আনার। কিছু জায়গার অভাবে সংসদভবনের ভিতরে সমস্ত সাংসদদের অফিস তৈরি করা সম্ভব হচ্ছিল না। এছাড়া অত্যাধুনিক প্রযুক্তি বসাতে ও ব্যবহারেও সমস্যা হয় পুরনো সংসদ ভবনে। লোকসভা ও রাজ্যসভায় বসার জায়গার অভাবের পাশাপাশি পুরনো সংসদ ভবনে ভূমিকম্প বা আগুন থেকে সুরক্ষা দেওয়ার মতো উপযুক্ত ব্যবস্থাও ছিল না।

centralvista 3

সমস্ত দাবি মেনেই তাই নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সংসদে লোকসভায় সদস্যদের বসার আসন বাড়িয়ে ৮৮৮ করা হচ্ছে। যৌথ অধিবেশনের সময় তা বাড়িয়ে ১২২৪ করে নেওয়া যাবে। রাজ্য়সভাতেও আসন সংখ্যা বাড়িয়ে ৩৮৪ করা হচ্ছে। এছাড়া জানা যাচ্ছে, আগামী ২০২৪ সালের মধ্যেই সংসদের সমস্ত সদস্যদের জন্য আলাদা অফিসেরও ব্যবস্থা করা হবে।

Sudipto

সম্পর্কিত খবর