শহরের রাজপথে ভিড় কমাতে এবার এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র

এমনিতেই শহর কলকাতায় বেশ কয়েক বছর ধরেই ইলেকট্রিক বাস চলাচল শুরু হয়েছে৷ পরিবেশ দূষণ কমাতে এবং যাত্রীদের কথা মাথায় রেখে দেশের আরও বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ইলেকট্রিক বাস চলাচল শুরু হয়েছে৷ তবে শহর কলকাতার মতো ব্যস্ততম জায়গায় ইলেকট্রিক বাসে করে গন্তব্য স্থলে পৌঁছনোও সুযোগ সব সময় হয়ে ওঠে না তাই এ বার শহরকে আরও একটি ইলেকট্রিক বাস দিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷পরিবেশ বান্ধব গড়ে তোলার পাশাপাশি শহরেরে যানজটের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে এই কথা জানানো হয়েছে৷ তবে শুধুমাত্র শহর কলকাতায় নয় দেশের 64 টি শহরে 5595 টি ইলেকট্রিক বাস দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ তবে শুধুমাত্র বাস দেওয়াই নয় বাস চলাচলের সুবিধা এবং পরিষেবা উন্নত করার জন্যও যে রুটে বাস চলবে সেই রুটগুলিতে ইলেকট্রিক চার্জার পয়েন্টের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে৷ বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল কেন্দ্রীয় সরকারের মোটর ফাইলস আইন অনুযায়ী সারা দেশে একই নিয়ম বাধ্যবাদকতা হবে বলে জানিয়েছেন পাশাপাশি রাজ্যের সরকারের বিরুদ্ধে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রীর এই বিষয়ে কোনও আপত্তি থাকার কথা নয় বলেও জানিয়েছেন৷

বিশ্বে যেভাবে দূষণ লাগাতার হারে বেড়ে চলেছে তাতে কলকাতার মতো শহরে দূষণ কমানোর জন্যও ইলেকট্রিক বাস চালানোর সিদ্ধান্ত নেয় সরকার৷ রাজ্যের পরিবহণ দফতরের তত্পরতায় এখনও অবধি মোট আশিটি ইলেকট্রিক বাস চলে শহর কলকাতার বুকে৷ বিশ্বে সবথেকে বেশি দূষণ হয় এমন শহরের তালিকায় দশ নম্বরে রয়েছে কলকাতা তাই তিলোত্তমাকেনির্মল করে তুলতে শহরে ইলেকট্রিক বাস চালু করেছে সরকার৷


সম্পর্কিত খবর