করোনা মোকাবিলায় আরও তৎপর হল কেন্দ্র, রাজ্যগুলির অর্থ সঙ্কট মেটাতে বিপুল অর্থ বরাদ্দ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: করোনা যুদ্ধ জিততে হলে সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে। এই নীতিকে সামনে রেখে এবার এগিয়ে এল কেন্দ্র সরকার।রাজ্যগুলির ভাঁড়ারে অর্থের যাতে কোনও সংকট না হয় তা নিশ্চিত করতে নির্ধারিত একমাস আগে বিপর্যয় মোকাবিলা জন্য অর্থ দিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

শনিবার অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছে,রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলা তহবিলের প্রথম কিস্তির ৮ হাজার ৮৭৩.৬ কোটি টাকা বরাদ্দ করা হল। সব রাজ্যই এখন থেকে নিজেদের জন্য বরাদ্দ এই অর্থ ব্যবহার করতে পারবে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই বরাদ্দের অর্ধেক অর্থাৎ ৪ হাজার ৪৩৬.৮ কোটি টাকা রাজ্যগুলি ব্যবহার করতে পারবে শুধু করোনা মোকাবিলার জন্য। এই অর্থ দিয়েই হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট স্থাপন, ভেন্টিলেটর কেনা, থার্মাল স্ক্যানার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।শুধু তাই নয়, এই অর্থ বরাদ্দ করার আগে আগের বছরের বরাদ্দের ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ও খতিয়ে দেখা হয়নি। অর্থাৎ, আগের বছরে বিপর্যয় মোকাবিলা খাতে বরাদ্দ অর্থ সঠিকভাবে খরচ হয়েছে কিনা, তা খতিয়ে না দেখেই নতুন করে এই অর্থ বরাদ্দ হল।

রাজ্যে-রাজ্যে সংক্রমণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে কাজ করতে হবে৷ করোনা মোকাবিলায় রাজ্যের পাশে রয়েছে কেন্দ্র। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততেই হবে৷ তবে কেন্দ্র সরকারের উপর রাজ্যের ক্ষোভ কম নয়। এমন পরিস্থিতিতিতে কেন্দ্রীয় অর্থমনন্ত্রকের এই পদক্ষেপ কেন্দ্র-রাজ্য সম্পর্ককে দৃঢ় করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সম্পর্কিত খবর

X