ধ্রুপদী তকমা পাবে ছৌ নাচ? বাংলার সাংসদের প্রশ্নে যা বলল কেন্দ্র…

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের শেষের দিকে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলা ভাষা। সংস্কৃতি মন্ত্রকের তরফে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল আগেই। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার পর কেন্দ্র বনাম রাজ্যের মধ্যে শুরু হয়েছে টানপোড়েন। এরইমাঝে বাংলা ভাষার পর এবার ছৌ নাচকেও (Chhau Dance) ধ্রুপদী তকমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দ্বারস্থ হয়েছে বিজেপি।

ছৌ নাচকে (Chhau Dance) ধ্রুপদী মর্যাদা পাওয়ার প্রশ্নে কী বলল কেন্দ্র?

প্রসঙ্গত বাংলা ভাষা ‘ধ্রুপদী’ মর্যাদা পাওয়ার পর উভয় পক্ষই দাবি করতে শুরু করে বাংলা ভাষার এই ধ্রুপদী মর্যাদা প্রাপ্তি তাঁদের কৃতিত্ব। তবে সেই মীমাংশার পরোয়া না করেই এবার বাংলার জন্য আরও এক ধ্রুপদী মর্যাদা আদায়ের চেষ্টা করছে বঙ্গ বিজেপি। তার জন্যই এবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দ্বারস্থ হয়েছেন বাংলার এক সাংসদ। আসন্ন লোকসভা বাজেট অধিবেশনে এই বিষয়টি উত্থাপন করা হতে পারে বলেও খবর।

জানা যাচ্ছে, সরাসরি ছৌ নাচ (Chhau Dance) নিয়ে দিল্লিতে দরবার করতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। আগেই মিলেছিল এই খবর। এবার সংসদে এই বিষয়ে উত্তর দিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। সূত্রের খবর বিজেপির রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্য থাকার পরেও কেন ছৌ নাচকে ধ্রুপদী নাচের স্বীকৃতি দেওয়া হয়নি?

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় জিরো টলারেন্স নীতি! আরও কড়া হচ্ছে নিয়ম

বৃহস্পতিবার এই বিষয়ে লিখিত জবাব দিয়েছে মন্ত্রক। সেখানে অবশ্য ছৌ নাচকে (Chhau Dance) ধ্রুপদী মর্যাদা দেওয়া হবে কি না সেবিষয়ে কিছুই স্পষ্ট করেনি মন্ত্রক। তবে জানা যাচ্ছে ছৌ নাচকে ধ্রুপদী মর্যাদা দেওয়া হবে কিনা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী সংগীত নাটক অ্যাকাডেমি। শিল্পী মহলের একাংশের দাবি সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে আগেই ছাড়পত্র মিলেছে। কিন্তু সংগীত নাটক অ্যাকাডেমি এখনও ছৌ’কে ধ্রুপদী তালিকার অন্তর্ভুক্ত করেনি।

Chau

মন্ত্রকের তরফে এই বিষয়ে লিখিত জবাবে স্পষ্ট করে কিছু জানানো না হলেও বলা হয়েছে এটা সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা একটি সংস্থা যা কিনা স্বশাসিত, সেই সংগীত নাটক অ্যাকাডেমি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে ছৌ নাচ সহ বিভিন্ন পরম্পরাগত শিল্পকলার সংরক্ষণ ও প্রসারে ভারত সরকার যে অঙ্গীকারবদ্ধ সেই কথাও আলাদা করে উল্লেখ করা হয়েছে। একই সাথে কোথায় এই বিষয়ে কতটা কি কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারও বিস্তারিত তথ্য তুলে ধরেছে মন্ত্রক।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর