বাংলাহান্ট ডেস্ক: ভারতের স্মার্টফোন বাজারে এখন অপারেটিং সিস্টেম বলতে কেবল দু’টি কোম্পানিরই রাজত্ব। অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড। অ্যাপল শুধুমাত্র তার নিজস্ব আইফোনে তাদের অপারেটিং সিস্টেম ব্যবহার করে। অন্যদিকে বাজার চলতি প্রায় সব ব্র্যান্ডের ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড। কিন্তু এ বার এই বাজারের মোড় ঘুরিয়ে দিতে চাইছে ভারত সরকার। আত্মনির্ভর ভারত হওয়ার লক্ষ্যে নতুন অপারেটিং সিস্টেম (new Indian operating system) আনার জন্য কাজ করছে।
গুগল ও অ্যাপলকে টেক্কা দিতে নয়, বরং দেশবাসীর তথ্য নিরাপদ রাখতেই এই পদক্ষেপ করছে। ইদানিং একাধিক বার প্রযুক্তি সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য বিক্রি করার অভিযোগ উঠেছে। সে জন্য ভারতীয় নাগরিকদের তথ্য যাতে নিরাপদ থাকে, তা নিশ্চিত করতে চায় কেন্দ্র। সরকারের এক উচ্চপদস্থ কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় অপারেটিং সিস্টেমটি গুগল ও অ্যাপলকেও টেক্কা দেবে।
বর্তমানে ভারতে গুগলের শেয়ার ৯৭ শতাংশ। অ্যাপলের শেয়ার এর থেকে কিছুটা কম। ওই আধিকারিকের বক্তব্য, “ভারত বিশ্বের বৃহত্তম মোবাইল ডিভাইসের মার্কেট। তাই আমরা দেশের বাজারে অ্যান্ড্রয়েড ও আইওএস-এর একছত্র আধিপত্য রুখতে চাই। পাশাপাশি দেশবাসীর তথ্যের নিরাপত্তাও নিশ্চিত করতে চাই। ভারতের নিজস্ব এই অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের আরও একটি বিকল্প বাছতে সাহায্য করবে।”
জানা গিয়েছে, ভারতীয় এই অপারেটিং সিস্টেমের নাম হবে IndOS। সাইড লোডিং অ্যাপ থেকে ব্যবহারকারীদের অনেক বিপদে পড়তে হয়। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব থাকে গুগল বা অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুয়াফ্যাকচারারের কাছে। তাদের কাঁধ থেকে সেই দায়িত্বভার সরাতে চাইছে কেন্দ্র। তবে স্মার্টফোন নির্মাতারা গ্রাহকদের নিরাপত্তা দেওয়ার কথা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, ফোন তৈরি করে ওয়ারান্টির সঙ্গে বিক্রির পরের পরিষেবা দেওয়া অবধিই বদ্ধপরিকর তারা।
ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি গুগলের দায়িত্ব। সাইডলোডেড অ্যাপগুলি থেকে সব থেকে বেশি সাইবার ক্রাইমের ঘটনা ঘটে। গুগল পুরোপুরি ভাবে সুরক্ষা দিতে না পারায় সেই দায়িত্ব যায় কেন্দ্রের কাছে। উল্লেখ্য, অন্যায্য ও প্রতিযোগিতা বিরোধী কার্যকলাপের জন্য ১ হাজার ৩৩৮ কোটি টাকার জরিমানা মামলা লড়ছে গুগল।
তারা পরবর্তীতে বর্তমান ব্যবসার মডেল পাল্টাতে পারে। এই মুহূর্তে ফোন নির্মাতাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে তাদের থেকে অ্যাপ সহ অন্যান্য সুবিধা নিয়ে নেয়। সূত্রের খবর, সরকারের এই সিদ্ধান্তে মোটামুটি রাজি স্মার্টফোন নির্মাতারা। তাদের বিশ্বাস, এই দেশি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের আরও বেশি সুরক্ষা ও নিরাপত্তা দিতে পারবে। দেশি অপারেটিং সিস্টেম এলেই ভারতীয়দের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে মত প্রস্তুতকারক সংস্থাগুলির।,