বাংলা হান্ট ডেস্কঃ মুখের উপর জবাব পেলেন ইলন মাস্ক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে নিয়ে মজা করলেন ওলা ইলেক্ট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল।
ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। ইলন মাস্ক বলেন টেসলা এমন কোনও জায়গায় কারখানা করবে না যেখানে বিক্রি এবং মেরামতের জায়গা আগে থেকেই নির্ধারিত না থাকে। তিনি বলেন ভারতে যদি টেসলা গাড়ি বিক্রির অনুমতি পাওয়া যায় তবেই গাড়ি তৈরির ভাবনার বিষয়ে ভাববে টেসলা।
ওলা ইলেকট্রিক বাইকের সিইও ইলন মাস্কের এই কথার উত্তরে বলেন, ‘আসলে তিনি বলেছেন ভারতে বিক্রির অনুমতি পেলে তবেই কারখানা স্থাপন করবেন। এই প্রসঙ্গে বলে রাখি, ভারতে বিক্রি শুল্ক কমানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছি। সেই সময় আমিও এই বিষয়ের বিরোধ করেছিলাম।’ ভাবিশ আগরওয়াল মাস্কের ট্যুইটকে উল্লেখ করে লেখেন, ‘ধন্যবাদ, কিন্তু ধন্যবাদ নয়।’
https://twitter.com/bhash/status/1530439644457758720?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1530439644457758720%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.livehindustan.com%2Fbusiness%2Fstory-thanks-but-no-thanks-says-ola-electric-bhavish-aggarwal-to-elon-musk-for-tesla-plant-in-india-6557027.html
ইলন মাস্ক বলেছেন, টেসলা এমন কোনও জায়গায় কারখানা করবে না যেখানে বিক্রি এবং মেরামতের জায়গা আগে থেকেই ঠিক না থাকে। তিনি বলেন ভারতে যদি টেসলা গাড়ি বিক্রির অনুমতি পাওয়া যায় তবেই তিনি গাড়ি তৈরির বিষয়ে ভাববেন। আগের বছর আগস্ট মাসে ইলন মাস্ক বলেন তিনি ভারতে গাড়ি বিক্রির ব্যাপারে খুব আগ্রহী। কিন্তুু ভারতে শুল্ক খুব বেশি। তাই শুল্ক কমানোটা খুব দরকার। ভারতে যদি টেসলা গাড়ি বিক্রি করে সফল হয় তাহলেই টেসলার কারখানা তৈরি করার কথা ভাবা হবে। প্রসঙ্গত ভারতে এই মুহুর্তে ৪০০০০ ডলারের উপর মূল্যের গাড়িতে ১০০ এর উপর বিক্রি শুল্ক আরোপ করা হয়।