বিদ্যুতের বিল নিয়ে বড়সড় সিদ্ধান্ত CESC এর, খুশি কলকাতাবাসী

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে এই মুহুর্তে চলছে দ্বিতীয় দফার লকডাউন। দুই দফা মিলিয়ে প্রায় ৪০ দিনের লকডাউন ঘোষনা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। বন্ধ গণপরিবহন, স্কুল, কলেজ, অফিস, আদালত। সাধারণ জনজীবন স্তব্ধ হলেও বিদ্যুতের ব্যাবহার মেটেনি, কিন্তু লকডাউনের কারনে যেখানে কর্মীরা কাজ করতে পারছেন না, সেখানে মিটার রিডিং নেওয়া কিভাবে সম্ভব? জনগনই বা কিভাবে গণপরিবহন ছাড়া বিদ্যুতের বিল (electricity bill)  মেটাতে বিদ্যুৎ  অফিসে যাবেন? এই দুই প্রশ্নের উত্তর এবার খুঁজে বের করল কলকাতার বিদ্যুৎ পরিষেবা দানকারী সংস্থা CESC.

101098202 electricity 2

কলকাতার বিদ্যুৎ পরিষেবা দান কারী সংস্থা জানিয়েছে এবার বিদ্যুতের বিল মেটাতে পারবেন অনলাইনের মাধ্যমেই। তা যদি সম্ভব না হয় নিকটবর্তী স্পেনসার্স স্টোরে গিয়ে দিয়ে আসতে পারবেন চেক ও।

 

পাশাপাশি, cesc আরো জানিয়েছে, গত বছর মার্চ মাসে বাড়ি বাড়ি গিয়ে যে মিটার রিডিং নেওয়া হয়েছিল তার ভিত্তিতেই তৈরি হবে প্রভিশনাল বিল ( provisional bill)। আর যদি সেই রিডিং না নেওয়া থাকে তাহলে গত ছয় মাসের গড় বিদ্যুৎ খরচ হিসেব করে প্রভিশনাল বিল ( provisional bill) টি তৈরি হবে।

cesc সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই তারা এই বিল তৈরি শুরু করে দিয়েছেন, প্রক্রিয়া শেষ হলেই তা এস এম এস -এর মাধ্যমে গ্রাহকদের কাছে পাঠানো হবে।

রাজ্যের বিরোধী দলগুলির বরাবরই দাবি ছিল করোনা পরিস্থিতিতে বিদ্যুৎ বিল নিয়ে উপযুক্ত পদক্ষেপের। কিন্তু সে ব্যাপারে এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেয় নি সরকার।

 

সম্পর্কিত খবর