আজ মহম্মদ সামিকে টপকে বিরাট নজির গড়ার হাতছানি চাহালের সামনে

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম ম্যাচ জিতে আজ শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামছে ভারতীয় দল। আজকের ম্যাচে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল এর কাছে এক বিরাট রেকর্ড করার হাতছানি। আজ ওয়ানডে ক্রিকেটে 100 উইকেট নেওয়ার সুযোগ রয়েছে যুজবেন্দ্র চাহাল এর কাছে। সেই সঙ্গে ভারতীয় পেসার মহম্মদ সামিকে টপকে যাওয়ার হাতছানি।

ইতিমধ্যেই ওয়ানডে ক্রিকেটে 94 টি উইকেট নিয়ে ফেলেছেন এই ভারতীয় স্পিনার। আজ আর 6 টি উইকেট নিতে পারলেই ওয়ানডে ক্রিকেটে 100 উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়ে ফেলবেন চাহাল।

1626763820 shami chahal

ইতিমধ্যেই 55 টি একদিনের ম্যাচ খেলে 94 টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। অপরদিকে 56 টি ম্যাচে 100 উইকেট নেওয়ার মাইলফলক করেছিলেন মহম্মদ সামি। অর্থাৎ আজকের ম্যাচে যদি চাহাল 6 টি উইকেট নিতে পারেন তাহলে 56 টি ম্যাচে 100 টি উইকেট নিয়ে মহম্মদ সামিকে ছুঁয়ে ফেলবেন তিনি।

Chahal 768x512 1

অতীতে বহুবার এই কাজটি করেছেন যুজবেন্দ্র চাহাল অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে 6 উইকেট নিয়েছেন। এমনকি টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র চার ওভার বল করেও 6 উইকেট নেওয়ার নজির রয়েছে চাহালের তাই আজকের ম্যাচে চাহালের উপর আশা করা যেতেই পারে। আজ চাহাল যদি 6 টি উইকেট নাও নিতে পারেন তাহলেও জাসপ্রিত বুমরাহকে টপকে যাওয়ার সুযোগ থাকবে চাহাল এর কাছে। বুমরাহ 57 টি ম্যাচে 100 উইকেট নিয়েছিলেন। এক্ষেত্রে শ্রীলংকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে চাহালকে।

Udayan Biswas

সম্পর্কিত খবর