ভারত ম্যাচ হারলেও রেকর্ড গড়লেন চাহাল, বুমরাহকে টপকে এই রেকর্ডের মালিক হলেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ডের কাছে আট উইকেটে পরাজিত হতে হয় ভারতকে। তবে ভারত হলেও রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ কে টপকে ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট এর মালিক হলেন যুজবেন্দ্র চাহাল।

ব্যক্তিগত কারনে জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে নেই বুমরাহ। এতদিন পর্যন্ত ভারতীয় বোলারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ 59 টি উইকেট এর মালিক ছিলেন বুমরাহ। গতকাল ম্যাচে জস বাটলারকে আউট করে টি-টোয়েন্টি ক্রিকেটে 60 টি উইকেট এর মালিক হলেন যুজবেন্দ্র চাহাল।

623610 bumrah chahal 768x432 1

এইদিন প্রথমে ব্যাটিং করে ইংরেজদের দাপুটে বোলারদের সামনে কার্যত মাথা নত করতে হয় ভারতীয় ব্যাটসম্যানদের। নির্ধারিত কুড়ি ওভার শেষে 124 রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে 27 বল বাকি থাকতে হাতে আট উইকেট রেখেই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। এইদিন চার ওভার বলে করে 44 রান দিয়ে একটি উইকেট নেয় চাহাল। আর এই উইকেট নেওয়ার সাথে সাথে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর