চাহালের সঙ্গীত অনুষ্ঠানে নেচে মঞ্চ কাপালেন ধাওয়ান, দেখুন ভাইরাল ছবি

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট প্রেমীরা অনেকবার ব্যাট হাতে শিখর ধাওয়ান এবং বল হাতে জুজবেন্দ্র চাহালের ভেলকি দেখেছেন। ক্রিকেটের বাইশগজে ভারতকে অনেকবার ম্যাচ জিতিয়েছেন এই দু’জন। তবে বৃহস্পতিবার এই দুই ক্রিকেটারের অন্যরূপ দেখা গেল। ভারতীয় ক্রিকেটার চাহালের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে দুজনই চুটিয়ে নাচলেন।

https://www.instagram.com/p/CJc9j_AF0A3/?igshid=dgpe92tff9s7

বিয়ের পর থেকেই চাহাল নিজেদের বিয়ের নানান ছবি স্যোসাল মিডিয়ায় পোস্ট করছেন। বৃহস্পতিবার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন চাহাল সেখানেই দেখা যাচ্ছে চাহাল এবং শিখর ধাওয়ান চুটিয়ে নাচছেন। সেই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন চাহালের সদ্য বিয়ে করা স্ত্রী ধনশ্রী বর্মাও।

https://www.instagram.com/p/CJc9g18s3Wq/?igshid=ejpmouiqbfor

বিয়ের পর থেকে প্রায় রোজই স্যোসাল মিডিয়ায় চাহাল এবং ধনশ্রী কিছু না কিছু ছবি পোস্ট করেই চলেছেন। কখনো বাগদান, কখনো বিয়ে আবার কখনো মধুচন্দ্রিমার ছবি পোস্ট করেছেন। বৃহস্পতিবার সঙ্গীত অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করে চাহাল লিখেছেন, “এই বছরের সবথেকে আকর্ষণীয় এবং উত্তেজক পারফরম্যান্স।”

Udayan Biswas

সম্পর্কিত খবর