দল থেকে বাদ পড়ায় ক্ষোভ উগরে দিলেন চাহাল, প্রথমবার মুখ খুলে দিলেন বিস্ফোরক বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুজবেন্দ্র চাহাল না থাকায় বড় সমস্যার মুখে পড়তে হয়েছিল ভারতকে। কারণ এবারের বিশ্বকাপে যথেষ্ট দাপট দেখিয়েছিলেন দেশ-বিদেশের লেগ স্পিনাররা। অথচ যুজবেন্দ্র চাহালের জায়গায় দলে নেওয়া রাহুলকে একটি ম্যাচেও খেলায়নি কোহলি বাহিনী। এমনকি আইপিএলের স্টার পারফর্মার বরুণ চক্রবর্তীও খুব একটা কিছু করতে পারেননি। তাই অনেকেই মনে করেন যুজবেন্দ্র চাহাল দলে থাকলে হয়তো বা ফলাফল কিছু অন্য হতে পারত।

এতদিন পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলেননি ভারতের এই বর্ষিয়ান লেগ স্পিনার। কিন্তু এই প্রথমবার এই বিষয়ে মুখ খুললেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, ”আমি গত চার বছরে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়িনি এবং তার পরে হঠাৎ করে এত বড় ইভেন্টের জন্য আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। আমার খুব খারাপ লাগছিল। দুই তিন দিন ভীষণ ডাউন ছিলাম। কিন্তু, তার পরে আমি জানতাম যে আইপিএলের দ্বিতীয় লেগ আসতে চলেছে।”

একই সঙ্গে তার পরিবার এবং সমর্থকরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন তা নিয়েও মুখ খুলেছেন তিনি। তিনি জানান, “আমি আমার কোচদের কাছে গিয়েছিলাম এবং তাদের সঙ্গে অনেক কথা বলেছি। আমার স্ত্রী এবং পরিবার আমাকে ক্রমাগত উৎসাহিত করেছে। আমার ভক্তরা ক্রমাগত অনুপ্রেরণামূলক পোস্টগুলি ভাগ করেছে, যা আমাকে লড়াইয়ের শক্তি দিয়েছে।”

chahal05032019

প্রসঙ্গত উল্লেখ্য, চাহালকে দলে না নেওয়ার পিছনে যে যুক্তি দেখানো হয়েছিল তা হল চাহালের গতি খুব একটা দ্রুত নয়। সেই ক্ষেত্রে রহুল চাহার অনেকটাই দ্রুতগতিসম্পন্ন আর তাই তাকে দলে অন্তর্ভুক্ত করেছিলেন নির্বাচকরা। কিন্তু একটি ম্যাচেও তাকে খেলানোরই সাহস দেখাতে পারেননি কোহলি।

 

Abhirup Das

সম্পর্কিত খবর