বাংলার হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে। ভারতীয় দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। একই সঙ্গে এই সিরিজে অনেক অভিজ্ঞ খেলোয়াড়কেও বিশ্রাম দেওয়া হয়েছে। যেখানে যশপ্রীত বুমরা ও মহম্মদ শামির নামও রয়েছে। এখন প্রশ্ন উঠছে ভারতীয় দলের এইমুহূর্তের দুই সেরা বোলার যখন দলের বাইরে, তখন তাদের অভাব পূরণ করবে কে?
ভারতীয় দলের সিনিয়র ফাস্ট বোলার যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এই দুজন খেলোয়াড়ই দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে একটানা ক্রিকেট খেলছেন এবং এই সময়টুকু তাদের বিশ্রামের খুব প্রয়োজন ছিল। ওয়েস্ট ইন্ডিজের মতো সীমিত ওভারে বিপজ্জনক দলের সামনে বুমরা ও শামির অভাব অবশ্যই অনুভব করবে ভারতীয় দল।
আইপিএলে নাইট রাইডার্সের হয়ে অসাধারণ বোলিং করা তারকা ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ দক্ষিণ আফ্রিকা সফরে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ওই ম্যাচে তিনি ৩ টি উইকেট পেয়েছিলেন। তবে ভারতীয় দলে ফের একবার জায়গা পেয়েছেন এই ফাস্ট বোলার।
দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো দীপক চাহারকে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে একটি ম্যাচে সুযোগ পেয়ে বল এবং ব্যাট হাতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন দীপক।