আইন মন্ত্রনের অনুমোদন! নতুন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট! রইল ‘তাঁর’ নাম পরিচয়

বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টের কলেজিয়ামের তরফ থেকে আগেই প্রস্তাব গিয়েছিল। সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court) থেকেও নাম পাশ হয়ে গিয়েছিল গত বছর। অবশেষে এল আইন মন্ত্রকের অনুমোদন। এবার নতুন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার কেন্দ্রের (Central Government) তরফ থেকে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নতুন বিচারপতির নাম-পরিচয়

কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে চৈতালি চট্টোপাধ্যায় দাসকে। বর্তমানে তিনি উচ্চ আদালতের রেজিস্ট্রার জেনারেল পদে রয়েছেন। তাঁকে বিচারপতি পদে নিয়োগের বিষয়ে আগেই হাইকোর্টের কলেজিয়াম থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। গত বছরের ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম থেকে অতিরিক্ত বিচারপতি হিসেবে চৈতালি চট্টোপাধ্যায় দাসের নাম পাশ হয়। এবার আইন মন্ত্রক অনুমোদন দিয়ে দিল।

কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রকের (Ministry of Law and Justice) তরফ থেকে আপাতত চৈতালিকে দু’বছরের জন্য কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। গতকাল কেন্দ্রের তরফ থেকে বিবৃতি জারি করে একথা জানানো হয়।

আরও পড়ুনঃ ‘বাংলায় চাকরি নেই’! নির্মলাকে পাল্টা আক্রমণ মমতার! মুখ্যমন্ত্রী বললেন, ‘আপনি কম ভাবুন’!

সেখানে বলা হয়েছে, দু’বছরের জন্য চৈতালি চট্টোপাধ্যায় দাসকে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির দায়িত্ব দেওয়া হচ্ছে। তাঁকে রাষ্ট্রপতি নিয়োগ করেছেন। চৈতালির নিয়োগের পর বর্তমানে উচ্চ আদালতের বিচারপতির সংখ্যা হল ৪৪ জন।

Calcutta High Court

প্রয়োজনের তুলনায় আদালতের বিচারপতির সংখ্যা কম! মাঝেমধ্যেই এহেন অভিযোগ সামনে আসে। হাইকোর্টে মোট ৭২ জন বিচারপতি থাকার কথা। তবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এতদিন ৪৩ জন বিচারপতি ছিলেন। এবার চৈতালি চট্টোপাধ্যায় দাসকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করল কেন্দ্রীয় আইন মন্ত্রক। ফলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ জন। অর্থাৎ এখনও হাইকোর্টে প্রয়োজনের তুলনায় ২৮ জন বিচারপতি কম রয়েছেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর