পেট্রোলের অভাবে বন্ধ অনুশীলনে যাওয়া, বেকায়দায় এই শ্রীলঙ্কার ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জ্বালানি জোগাড় করে নিজের গাড়িকে চলনযোগ্য করে তুলতে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটার চামিকা করুনারত্নেকে। ২০১৯ সালে নিজের দেশের হয়ে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এইমুহূর্তে নিজের দেশের সার্বিক দুরবস্থা নিয়ে প্রবল হতাশ ক্রিকেটার নিজেও।

<span;>সম্প্রতি সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি বলেছেন, “সৌভাগ্যবশত অবেশেষে গাড়িতে তেল ভরতে পেরেছি ২ দিন লম্বা লাইনে দাঁড়ানোর পর। চারিদিকে জ্বালানির যা সমস্যা তারজন্য গাড়ি নিয়ে ক্রিকেট অনুশীলন করতে যাওয়াও সম্ভব হচ্ছে না।

<span;>এই বছরের আগস্ট মাসে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা। কিন্তু স্বাধীনতার পর থেকে লেখা ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দ্বীপ রাষ্ট্রটি। দেশের ক্রিকেটাররা এইমুহূর্তে তাদের নিজস্ব ভবিষ্যৎ নিয়েও আর নিশ্চিত নন।

<span;>এই অবস্থায় চামিকা সাক্ষাৎকারে জানিয়েছেন যে প্রতিযোগিতার আয়োজনে কোনও অসুবিধা হবে না। দেশ ওই প্রতিযোগিতার ব্যবস্থা সম্পূর্ণ করতে প্রয়োজনীয় জ্বালানি জোগাড় দিতে পারবে। কিছুদিন আগেই শ্রীলঙ্কার মাটিতে হওয়া অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের কথা মনে করিয়ে বলেছেন যে ওই সিরিজ চলাকালীনও খেলায় কোনও অসুবিধা হয়নি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর