রোহিতের অধিনাকত্ব নয়! দ্রাবিড়ের একটি “গোপন” মাস্টারস্ট্রোকেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত

বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যেই দুর্ধর্ষ জয় হাসিল করেছে ভারতীয় দল (Champions Trophy-India)। এমতাবস্থায়, টিম ইন্ডিয়ার এই দুর্দান্ত জয়ের পর দলের খেলোয়াড়েরা প্রত্যেকেই প্রশংসিত হচ্ছেন। এর পাশাপাশি, ফাইনাল ম্যাচে রোহিত শর্মার পারফরম্যান্সও সকলের মন কেড়েছে। এছাড়াও, সমগ্র টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দলের স্পিন বোলাররাও রীতিমতো দাপট দেখিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্ধর্ষ জয় ভারতের (Champions Trophy-India):

এর পাশাপাশি বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারের, কেএল রাহুলের ব্যাটিং, হার্দিক পাণ্ডিয়া রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের অলরাউন্ড পারফরম্যান্স, গৌতম গম্ভীরের কোচিং সবকিছুই এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু, এত কিছুর মধ্যেও রাহুল দ্রাবিড়কে ভোলা যাবে না। কারণ, তাঁর একটি মাস্টারস্ট্রোক ভারতকে (Champions Trophy-India) চ্যাম্পিয়ন হতে বড় ভূমিকা পালন করেছে। হ্যাঁ, বিষয়টি পড়ে কিছুটা অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Champions Trophy-India recent update.

রাহুলের মাস্টারস্ট্রোক: আসলে অক্ষর প্যাটেলকে “প্রমোট” করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন দ্রাবিড়। অক্ষর প্যাটেল মূলত ODI এবং T20-তে ৭ নম্বরে ব্যাট করেন। কিন্তু রাহুল দ্রাবিড়ই তাঁকে আরও এগিয়ে নিয়ে আসেন। ২০২২ সালের T20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৫ নম্বরে নেমেছিলেন অক্ষর। যদিও, সেখানে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। এদিকে, ২০২৪ সালের T20 বিশ্বকাপের ফাইনালেও তাঁকে ৫ নম্বরে রাখা হয়েছিল। সেখানে অক্ষর ৩১ বলে ৪৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। দল যখন চাপে ছিল তখন এই ইনিংসটি এসেছিল তাঁর ব্যাট থেকে। গত বছর শ্রীলঙ্কা সফরেও ৫ নম্বরে নেমে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন অক্ষর।

আরও পড়ুন: “কাঙাল” পাকিস্তানকে এবার বিপদের হাত থেকে বাঁচাল চিন! তলে-তলে কী প্ল্যান করছে বেজিং?

তারপরের কাজ করেছেন গম্ভীর: আসলে, রাহুল দ্রাবিড় যখনই প্রয়োজন তখনই অক্ষরকে ব্যাটে আগে নামাতেন। পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নিতেন তিনি। এদিকে, গৌতম গম্ভীর ও রোহিত শর্মাও ব্যাটিং অর্ডারে তাঁকে পঞ্চম স্থানে খেলাতে শুরু করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজে অক্ষর ৫ নম্বরে কার্যকর ছিলেন। সেই সময় তিনি অপরাজিত ফিফটিও করেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy-India) ৫ নম্বরে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অক্ষর।

আরও পড়ুন: আর নেই চিন্তা! মহিলাদের জন্য এবার বড় পদক্ষেপ SBI-র, জানলেই হবেন মালামাল

ব্যাট হাতে অবদান রেখেছেন তিনি: জানিয়ে রাখি যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy-India) নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে ভারতের টপ-৩ ব্যাটাররা মাত্র ৩০ রানের মধ্যেই আউট হয়ে যান। এরপর অক্ষর এসে খেলেন ৪২ রানের ইনিংস। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের কঠিন লড়াইতে তিনি ৩০ বলে ২৭ রানের ইনিংস খেলেন। এদিকে, ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অক্ষর ৪০ বলে ২৯ রান করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর