চাণক‍্য নীতি: মূর্খ, চরিত্রহীন মানুষদের সাহায‍্য করলে নিজেরই ক্ষতির সম্ভাবনা প্রবল

বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইতিহাসে চাণক্য (chanakya) একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও  ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।
মানুষ সামাজিক প্রাণী। একত্রে সমাজে বসবাস করার জন‍্য বিপদের সময় একে অপরকে সাহায‍্য করাই মানুষের ধর্ম‍। কিন্তু অনেক সময় অন‍্যকে সাহায‍্য করতে গিয়ে নিজেই বিপদে পড়ে মানুষ। চাণক‍্য নীতিতে তিনি বলেছেন কোন কোন ব‍্যক্তির সাহায‍্য করা উচিত আর কোন ব‍্যক্তির নয়।

chanakya A
মুর্খাশিষ‍্যোপরেশেন দুষ্টাস্ত্রীমরণেন চ।
দুঃখিতে সম্প্রয়োগেন পণ্ডিতো প‍্যবসীদতি।
এই শ্লোকে তিন ধরনের মানুষের কথা বলেছেন চাণক‍্য। মূর্খ ব‍্যক্তির কোনও সাহায‍্য করা উচিত নয়। তাদের বুঝিয়ে কোনও লাভ হয় না। কারন তারা আপনার বক্তব‍্য বুঝতে না পারলে বা ভুল বুঝলে আখেরে আপনারই ক্ষতি হবে।
যে মানুষের চরিত্রের ঠিক নেই তার থেকে দূরে থাকাই ভাল। চরিত্রহীন মানুষের সাহায‍্য করলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনাই প্রবল। উপরন্তু চরিত্রহীন ব‍্যক্তির সাহায‍্য করলে সমাজ আপনাকেই অপমান করবে।
যারা নিজের ওপরেই সন্তুষ্ট নয় তাদের থেকেও দূরে থাকতে বলেছেন চাণক‍্য। তারা আপনার কোনও সাহায‍্যেই সন্তুষ্ট হবে না। এরা এমন মানুষ যারা নিজেদের দুঃখের থেকে বেশি অন‍্যের সুখ দেখে হিংসা করে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর