বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইতিহাসে চাণক্য (chanakya) একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।
চাণক্য তাঁর নীতি শাস্ত্রে ধনী হওয়ার জন্য বেশ কয়েকটি উপদেশ লিখে গিয়েছেন।
চাণক্যের মতে বন্ধু যদি ক্ষতিসাধন করতে তৎপর হয় তবে তারা শত্রুর তুলনায় বেশি ক্ষতিকর হয়। এমন বন্ধু বিষ সমান হয়। জেনে নিন চাণক্য নীতি অনুযায়ী চিনবেন এই বন্ধুরূপী শত্রুদের-
যারা সামনে প্রশংসা করে ও পেছনে নিন্দা করে তাদের থেকে দূরে থাকাই ভাল। কারন এরা সামনে মধুর কথা বলে ও পেছন থেকে ছুরি মারে।
ন বিশ্বসেত্কুমিত্রে চ মিত্রে চাপি ন বিশ্বসেত।
কদাচিত্কুপিতম মিত্রম সর্বম গুচ্ছম প্রকাশয়েত।।
এই শ্লোকের মাধ্যমে চাণক্য বলেছেন দুষ্ট বন্ধুর ওপর ভুলেও বিশ্বাস করতে নেই। এমন বন্ধু সুযোগ পেলেই ক্ষতিসাধনে তৎপর হয়। কাউকে চোখ বন্ধ করে ভরসা করা বা তাদের কাছে গোপন কথা বলা উচিত নয়। কারন সম্পর্ক খারাপ হলে তারাই এইসব গোপন কথা ফাঁস করে দিতে পারে।
চাণক্য বলেছেন ছলনার আশ্রয় নেওয়া বন্ধু দুর্বলতার সুযোগ নিয়ে কুকর্ম করতে বাধ্য করতে পারে। চাণক্য আরও বলেছেন, ভাল বন্ধুদের কাছেও কখনও গোপন কথা প্রকাশ করতে নেই।