মুরগির এই ৫ গুণ শিখে ফেললেই বাজিমাত! চাণক্যের মতে, সাফল্যের সঙ্গেই তৈরি হবে আলাদা পরিচয়

বাংলাহান্ট ডেস্ক : আচার্য চাণক্য (Chanakya) ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতিবিদ। তাঁর মতে আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখি। আচার্য চাণক্যের (Chanakya) মতে একজন মানুষ অপর মানুষের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারে। এমনকি মানুষ শিখতে পারে পশু-পাখিদের থেকেও। ঈশ্বরের সৃষ্টি জীব হল পশু-পাখিরা। তাদের রয়েছে আশ্চর্য ক্ষমতা।

মুরগির এই গুণগুলিকে আয়ত্ত করতে বলছেন চাণক্য (Chanakya)

এমন অনেক জিনিস রয়েছে যা পশু-পাখিরা অনুভব করতে পারে, কিন্তু মানুষ সেগুলো ভাবতেও পারে না। আচার্য চাণক্য (Chanakya) বলে গেছেন মুরগির কাছ থেকে এমন কিছু গুণ রয়েছে যা মানুষের শেখা উচিত। চাণক্য নীতি (Chanakya Niti) অনুসারে, মুরগির এই গুণগুলি আয়ত্ত করতে পারলে জীবনের সফলতার (Success) সাথে আসবে পরিচয় (Identity) ।

আরোও পড়ুন : কারও চাই আলাদা রাজ্য, কারও বাড়তি সুবিধা! সুকান্ত, অনন্ত থেকে সৌমিত্র, প্রসঙ্গ ‘বঙ্গভঙ্গ’!

সকালে ঘুম থেকে ওঠা: চাণক্য বলেছেন মুরগি জেগে ওঠে ব্রহ্ম মুহূর্তে। মানুষ মুরগির থেকে ব্রহ্ম মুহূর্তের কথা জানতে পারে। চাণক্য মনে করেন যে মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে সে সহজেই সঠিকভাবে কাজ সম্পন্ন করার ক্ষমতা রাখে।

আরোও পড়ুন : আরেব্বাস! এবার বাড়িতে বসেই হাতে আসবে ৯৩০০ টাকা! প্রতি মাসে অবিশ্বাস্য সুবিধা দেবে PNB

প্রতিকূল অবস্থার জন্য তৈরি থাকা: চাণক্য বলেছেন মোরগ সব সময় প্রতিকূল অবস্থার জন্য তৈরি থাকে। যার অর্থ হল সর্বদা লড়াইয়ের জন্য তৈরি থাকে মোরগ। মানুষের উচিত যে কোনও প্রতিকূল অবস্থার জন্য আগে থেকে প্রস্তুত থাকা।

ভিড়ের মধ্যেও দূরে থাকার চেষ্টা: আচার্য চাণক্য মনে করেন প্রত্যেকটা মানুষের পছন্দ-অপছন্দ ভিন্ন। মুরগিও তেমন। একসাথে বহু মুরগি অবস্থান করলেও তাদের প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য রয়েছে।

Follow these suggestions of Acharya Chanakya in the new year

একসঙ্গে খাওয়া: মুরগি সব সময় একসাথে আহার গ্রহণ করে। মানুষের উচিত সবসময় ভাগ করে খাদ্য গ্রহণ করা। যে ব্যক্তি সহকর্মীদের প্রতি ভালোবাসা ও অংশীদারিত্ব বজায় রেখে চলে সে সহজেই সফল হতে পারে। তৈরি হয় আলাদা পরিচয়।

সহানুভূতির অনুভূতি: অন্যান্য পশু-পাখির মতো সহানুভূতির অনুভূতি রয়েছে মুরগিরও। একটি মুরগির যদি কিছু হয় তাহলে তার কাছে গিয়ে দাঁড়ায় অন্য একটি মুরগি। মানুষেরও এই বৈশিষ্ট্য থাকা উচিত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর