যৌবনে এই পাঁচটি ভুল করলেই সব শেষ! উপদেশ দিয়ে গেছেন স্বয়ং চাণক্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আচার্য চাণক্য (Chanakya) ছিলেন প্রাচীন ভারতের অন্যতম সেরা বুদ্ধিমান ব্যক্তি। অর্থনীতি, যুদ্ধনীতি, কূটনীতির মতো বিষয় তাঁর পাণ্ডিত্য প্রশ্নাতীত। আচার্য চাণক্য (Acharya Chanakya) মানুষের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে গেছেন তাঁর নীতিশাস্ত্রের (Chanakya Niti) বইতে।

যৌবন নিয়ে আচার্য চাণক্যের (Chanakya) মত

সেখানে তিনি মানুষের জীবনের বিভিন্ন উচিত ও অনুচিত কাজ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। আচার্য চাণক্য (Chanakya) বলেছেন যৌবনে করা বেশ কিছু ভুল আমাদের সারা জীবন তছনছ করে দিতে পারে। তাই এমন কিছু ভুল করা থেকে তিনি বিরত থাকতে বলেছেন যেগুলি আমাদের সর্বনাশ থেকে আনতে পারে।

আরোও পড়ুন : ভেঙে গেল জুটি, শুরুর আগেই হিরোইন বদল এই মেগায়!

আচার্য চাণক্য বলে গেছেন যৌবনে প্রত্যেক ব্যক্তির উচিত সময়ের মূল্য দিতে শেখা। অযথা সময় অপচয় করা উচিত নয়। যে ব্যক্তি যৌবনে সময় অপচয় করে সে কখনো ভবিষ্যতে সফল হতে পারেনা। চাণক্য পণ্ডিত মনে করেন প্রত্যেক ব্যক্তির অল্প বয়স থেকেই উচিত অর্থের গুরুত্ব বোঝা।

আরোও পড়ুন : বড়পর্দার জনপ্রিয় মুখ, ৫ বছর পর নতুন সিরিয়ালে ফিরছেন স্টার জলসার নায়ক

টাকার গুরুত্ব না বুঝে অযথা অর্থ ব্যয় করলে কখনো ধনী হওয়া যায় না। যৌবনে অলসতা ডেকে আনতে পারে ভয়ংকর বিপদ। জীবনে সফল হতে চাইলে ত্যাগ করতে হবে অলসতা। যৌবনের সময় অলসতা কাটিয়ে মন দেওয়া উচিত কাজে। তাহলেই আসবে সফলতা।

Chankya Niti

আচার্য চাণক্য বলে গেছেন যৌবনে প্রত্যেকের উচিত রাগ নিয়ন্ত্রণ করা। রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে জীবনে অগ্রসর হওয়া যায় না। আচার্য চাণক্য মনে করেন যৌবনে ভুল সঙ্গে পড়লে জীবন নষ্ট হতে পারে। তাই সবার উচিত অসৎ সঙ্গ এড়িয়ে চলা। অসৎ সঙ্গে ঢুকে পড়লে জীবনে সফল হওয়া সম্ভব না।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X